রেজা শাহীন:
এই ঈদে মিউজিক্যাল ফিল্ম ‘তবুও মানবো না’ নিয়ে হাজির হলেন জনপ্রিয় কণ্ঠশিল্পী মনির খান। রিপন মাহমুদ এর কথায়, গানটির সুর করেছেন মিল্টন খন্দকার। মিউজিক করেছেন আকাশ মাহমুদ ।
মেধাবী নির্মাতা জী স্বাধীন মিউজিকাল ফিল্মটি নির্মাণ করেছেন। এতে অভিনয় করেছেন তরুণ অভিনেতা জামশেদ শামীম এবং নিন্দিয়া।
এ প্রজন্মের নির্মাতা জী স্বাধীন বলেন, বিক্রমপুর ও মুন্সিগঞ্জের বিভিন্ন লোকেশনে সম্পূর্ণ কাজ শেষ করেছি। গান, গল্প ও অভিনয় সব মিলিয়ে আমার এই কাজটি আমার দর্শকদের ভালো লাগবে।
গানটিতে অভিনয় প্রসঙ্গে জানতে চাইলে অভিনেতা জামশেদ শামীম বলেন, ‘তবুও মানবো না’ মিউজিক্যাল ফিল্মে কাজ করতে পেরে সত্যিই খুব আনন্দিত। নির্মাতা জী স্বাধীনের সাথে এর আগেও আমার কাজ হয়েছে। উনি গানের সাথে মিল রেখে গল্প বলার চেষ্টা করেন। আশা করি নতুন গানটি সবার ভালো লাগবে।
পবিত্র ঈদ ফিতর উপলক্ষে গানটি মুক্তি পেয়েছে এম আর বেস্ট মিডিয়া-র অফিসিয়াল ইউটিউব চ্যানেলে।