রেজা শাহীন:
রাহিতুল ইসলামের ‘চরের মাস্টার ইঞ্জিনিয়ারিং’ উপন্যাস অবলম্বনে বানানো ঈদের বিশেষ টেলিফীল্ম ‘ চরের মাস্টার’ দেখতে পাবেন দীপ্ত টিভিতে আজ বিকাল ৪:৩০-এ, একুশে টিভিতে রাত ৯.২০-এ, গাজী টিভিতে রাত ১১.৩০-এ। এছাড়াও Bongo BD অ্যাপে কিংবা ওয়েব সাইটে রাত সাড়ে ৯ টার পর দেখা যাবে।
প্রযোজনা প্রতিষ্ঠান বঙ্গবিডি তাদের ‘বঙ্গ বব’ (বেজড অন বুক) প্রজেক্টের অংশ হিসেবে টেলিফীল্মটি তৈরি করেছে। এটি পরিচালনা করেছেন মি.টুইস্ট খ্যাত পরিচালক ভিকি জাহেদ। এতে অভিনয় করেছেন খাইরুল বাসার, সাফা কবির, মাসুম আজিজ, লুৎফর রহমান জজ সহ আরোও অনেকে।