আরিফুর রহমান দিলু দক্ষিণ আফ্রিকা থেকে।
দক্ষিণ আফ্রিকায় ফের লকডাউনে ফিরছেন এমনটি আভাস দিয়েছেন দেশটির স্বাস্থ্য মন্ত্রী ডাঃজুয়েলি এমকিজে। গত দুই সাপ্তাহ থেকে সংক্রমণ আশংকাজনক হারে বৃদ্ধি পাওয়ায় স্বাস্থ্য মন্ত্রী এমন আভাস দিয়েছেন।
প্রেসিডেন্ট সিরিল রামাপোসা আজ সন্ধ্যায় লকডাউন সংক্রান্ত বিধিনিষেধের পর্যালোচনা করতে জাতীয় করোনা কমান্ড কাউন্সিলর সাথে বৈঠকে বসবেন।এরপর লকডাউনের ব্যাপারে সিদান্ত জানাবেন সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
দুই সপ্তাহ আগে,স্বাস্থ্যমন্ত্রী ডাঃজুয়েলি এমকিজে সতর্ক করে করেছিলেন, সংক্রমণ বাড়তে থাকলে লকডাউন নিষেধাজ্ঞাগুলি আবার বাড়ানো দরকার হবে। স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, কোভিড -১৯ সূচকগুলি ধারাবাহিকভাবে বৃদ্ধি পাচ্ছে হাউটেং(জোহানেসবার্গ), ফ্রি স্টেট,ওয়েস্টার্ন কেপ(কেপটাউন) প্রদেশগুলিতে। ইতিমধ্যে এই প্রদেশগুলোতে করোনার তৃতীয় সংক্রমণ শুরু হয়েছে।তাই দেশটিকে লকডাউনে ফিরে যেতে পরামর্শ দিয়েছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা।