আনোয়ার হোসেন শামীম গাইবান্ধা প্রতিনিধি
গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় বৃহস্পতিবার ২টি গাঁজরা গাছ উদ্ধারসহ পুলিশ আমির উদ্দিন (৫৫) নামে এক ব্যক্তিকে আটক করেছে।
পুলিশ সুত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার হরিনাথপুর ইউনিয়নের ভেলাকোপা গ্রামে অভিযান চালিয়ে ওই গ্রামের মৃত নবাব আলীর ছেলে আমির উদ্দিন জমির মধ্যে লাউয়ের জাংলার নিচ থেকে সাড়ে তিন কেজি ওজনের ২টি গাঁজা গাছ উদ্ধার করা হয় এবং তাকে আটক করে। এব্যাপারে তার বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।