সফিকুল ইসলাম রিপন ঃ নরসিংদী
নরসিংদীর পলাশ উপজেলায় সিগারেট জ্বালানোর কথা বলে ঘরে ঢুকে ৭ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে অভিযুক্ত তাঁরা মিয়াকে (৫৫) গ্রেপ্তার করেছে পলাশ থানা পুলিশ।
শনিবার সকালে উপজেলার গাজরিয়া ইউনিয়নের তালতলি গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। অভিযুক্ত তাঁরা মিয়া গজারিয়া ইউনিয়নের সরকারচর গ্রামের মৃত হরজু মিয়ার ছেলে। তিনি পেশায় মুদি ব্যবসায়ী।
বিষয়টি নিশ্চিত করেন, পলাশ থানার ওসি শেখ মো. নাসিরউদ্দিন। ওসি জানান, গ্রেপ্তারের পর আদালতের মাধ্যমে তাঁরা মিয়াকে জেলহাজতে পাঠানো হয়েছে।
উল্লেখ্য, বৃহস্পতিবার সকালে অভিযুক্ত তাঁরা মিয়া সিগারেট জ্বালানোর কথা বলে একটি বসত ঘরে ঢুকে ৭ বছরের এক শিশু কন্যাকে একা পেয়ে সেখানে ধর্ষণ করে পালিয়ে যায়। এ ঘটনায় ভুক্তভোগী পরিবার মামলা দিলে পুলিশ তাকে গ্রেপ্তার করে।