শাহাদাত হোসেন, রাউজান প্রতিনিধি
রাউজানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টু্র্নামেন্ট অনূর্ধ্ব -১৭ বালক ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টু্র্নামেন্ট অনূর্ধ্ব -১৭ বালিকা ২০২১ এর দ্বিতীয় দিনের খেলা গতকাল বৃহস্পতিবার ২৭ মে রাউজান বিশ্ববিদ্যালয় কলেজ মাঠে অনুষ্ঠিত খেলায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার জেনায়েদ কবির সোহাগ। ও উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ওসমান গনি রানার সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অতীশ দশী চাকমা, রাউজান উপজেলা প্রকল্প কর্মকর্তা নিয়াজ মোর্শেদ, যুব উন্নয়ন কর্মকর্তা শাহ-ই- জাহান, সমবায় কর্মকর্তা মুজিবুর রহমান, ইউপি চেয়ারম্যান বিএম জসিম উদ্দিন হিরু, ইউপি চেয়ারম্যান রোকন উদ্দিন, চেয়ারম্যান তছলিম উদ্দিন। মাঠে তিনটি ম্যাচ অনুষ্ঠিত হয়। নোয়াজিশপুর ইউনিয়ন বনাম রাউজান ইউনিয়ন। পাহাড়তলি ইউনিয়ন বনাম গহিরা ইউনিয়ন ও কদলপুর ইউনিয়ন বনাম বিনাজুরী ইউনিয়ন।
প্রতিদ্বন্দ্বিতা পূর্ণ এই খেলায় ট্রাইবেকারে ০-৫ গোলে রাউজান ইউনিয়নকে পরাজিত করে। গহিরা ইউনিয়নকে ৩-০ গোলে পরাজিত করে দ্বিতীয় রাউন্ডে উঠার শিরোপা অর্জন করেন পাহাড়তলি ইউনিয়ন। তৃতীয় খেলায় বিনাজুরী ইউনিয়নকে পরাজিত করে দ্বিতীয় রাউন্ডে উঠার সুযোগ লাভ করেন কদলপুর ইউনিয়ন।