রেজা শাহীন:
পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে বানানো ‘অাফ্রিকান বউ’ নাটকটি ঈগল মিউজিকের ইউটিউব চ্যানেলে গতকাল রিলিজ হয়। রিলিজের মাত্র ১৮ ঘন্টার মাথায় ১ মিলিয়ন দর্শক নাটকটি দেখে।
অাফ্রিকান বউ নাটকটি পরিচালনা করেন এম আই জুয়েল। রচনা করেন মোহাম্মদ জিয়াউদ্দীন।
এতে অভিনয় করেন ফারহান অাহমেদ জোভান, তানজিন তিশা, মিলি বাশার, তানজিম হাসান অনিক সহ অনেকে।
নাটকটি সম্পর্কে জানতে চাইলে জোভান বলেন ‘এই নাটকটির শুটিং শুরু হয় গত বছরের ডিসেম্বর মাসে। দুইটা সিন অাটকে যায়। তিনমাস পর সে সিনের শুটিং শেষ করি আমরা। যদিও নাটকটি ভালোবাসা দিবসে রিলিজ হওয়ার কথা ছিল। ঈদে রিলিজ হওয়ায় অামার মনে হয় অনেক রেসপন্স পাচ্ছি। অামি সত্যিই অনেক খুশি দর্শকদের সাড়া পেয়ে।
উল্লেখ্য ঈদে প্রচার হওয়া নাটকের মধ্যে ‘অাফ্রিকান বউ’ সবচেয়ে কম সময়ে ১ মিলিয়ন ভিউর রেকর্ড গড়ে। বাংলাদেশের ইতিহাসে এই প্রথম কোনো নাটক ১৮ ঘন্টায় ১০ লক্ষ মানুষ দেখেছে।