চট্টগ্রাম প্রতিনিধি :
বিটিভি চট্টগ্রাম কেন্দ্রে ঈদুল ফিতর উপলক্ষে ঈদের অনুষ্ঠানমালা বর্ণিলভাবে সাজানো হয়েছে। এইবারের অনুষ্ঠানমালায় অার্কষণ হিসেবে থাকছে ঈদের বিশেষ টেলিফিল্ম “ফরেন হার্ট”
এন. নাহারের রচনায় এটি পরিচালনা করেছেন কবীর বাবু।
প্রচারিত হবে ঈদের দিন রাত ৯টাই।
এতে অভিনয় করেছেন পংকজ বৈদ্য সুজন, এস. এ রহিম, সাজ্জাদ সাজু, ইরফান রনি, মিলা নোভা, মাসউদ আহমেদ, মিনা ত্রিশানা ও উর্মিলা টিনা।
নাটকে দেখা যায়…
এই দেশের আশি ভাগ তরুণরা এই দেশে ভালো নেই।
এই দেশে তারা তাদের ভবিষ্যতের চিন্তায় দ্বিধান্বিত ও চিন্তিত।
তারা আধুনিক উন্নত দেশে যাবার চিন্তায় বিভোর। সুযোগ পেয়ে কেউ কেউ সত্যি চলে যায়, সেইখানে জীবনের সোপান গড়ে।
কিন্তু অদক্ষতা অনভিজ্ঞতা যে কত নির্মমতা স্বচক্ষে দেখে লিঙ্কন, ফিদেল ও লেনসন।
বিদেশে তাদের বন্ধু আরাফাতের মৃত্যুর পর, দেশের মাঠিতে ঘুরে দাঁড়াবার বিকল্প পথ খুঁজে।