রেজা শাহীন:
প্রখ্যাত লেখক সাদত হোসেন মান্টোর গল্পের ছায়া অবলম্বনে নির্মিত হয়েছে নাটক ঈদের বিশেষ নাটক ‘পরী’।
নাটকটি পরিচালনা করেছেন মোরশেদ হিমাদ্রী হিমু। চিত্রনাট্য লিখেছেন জোনায়েদ রশিদ।প্রোযোজনা করেছেন জিল্লুর রহমান জুয়েল।
এতে অভিনয় করেছেন
জাকিয়া বারি মম, ইমতিয়াজ বর্ষণ, নাসিরুদ্দিন খান, হিন্দোল রায়, ইয়াসমিন পাপিয়া, মৌরি মনি সহ অনেকে।
গল্পে পরীর ভূমিকায় অভিনয় করেছেন জাকিয়া বারী মম। পরীর ভালবাসা, বঞ্চনা ও জীবনযুদ্ধ চিত্রিত হয়েছে এতে।
নাটকটি দেখা যাবে এনটিভির নিজস্ব ইউটিউব চ্যানেলে।