রেজা শাহীন:
তরুণ কথাসাহিত্যিক সাদাত হোসাইনের উপন্যাস মরোণোত্তম অবলম্বনে নির্মিত হয়েছে ঈদের বিশেষ টেলিফীল্ম ‘মরোণোত্তম’। এটি নির্মাণ করেছেন পরিচালক সঞ্জয় সমাদ্দার। চিত্রনাট্য লিখেছেন ইশতিয়াক অয়ন।
প্রযোজনা প্রতিষ্ঠান বঙ্গবিডি তাদের ‘বঙ্গ বব’ (বেজড অন বুক) প্রজেক্টের অংশ হিসেবে টেলিফীল্মটি তৈরি করেছে।
এতে অভিনয়ে করেছেন ইলিয়াস কাঞ্চন, শহিদুজ্জামান সেলিম, ইমতিয়াজ বর্ষণ, মাখনূন সুলতানা মাহিমা, সুজন হাবিব, ইফতেখার ইমাজ সহ আরো অনেকে।
ওটিটি ফ্ল্যাটফর্ম বঙ্গ বিডিতে ফ্রীতে দেখা যাবে এটি।