রেজা শাহীন:
মেহেদী হাসান জনির পরিচালনায় ‘ঘুম সোহেল’ নাটকে পাগল চরিত্রে দেখা যাবে তরুণ অভিনেতা মাসুম রেজওয়ানকে। নাটকটিতে মাসুম রেজওয়ান ছাড়াও অভিনয় করেছেন তৌসিফ মাহবুব, সাফা কবির, আজম খান সহ অনেকে।
গল্পে সাফার বেস্টফ্রেন্ড হিসেবে দেখা যায় রিজওয়ানকে। সাফার পরিবার তাকে বিয়ে দেয়ার জন্য উঠেপড়ে লাগে। এক সময় বিয়ে ঠিক হয়ে যায় কিন্তু সাফা এ বিয়েতে রাজি না। বিয়ে ভাঙ্গার জন্য সাফা অনুরোধ করে রিজওয়ান কে। বেস্টফ্রেন্ড হওয়ার কারণে সাফার অনুরোধ রাখে এবং পাগল সেজে সাফার বাড়ির সামনে অবস্থান করে। যখনই কেউ বিয়ের প্রস্তাব নিয়ে কেউ সাফার বাসায় আসে তখন রেজওয়ান পাগলের আচরণ করে এবং তাদেরকে তাড়িয়ে দেয়।
এরকম ভিন্ন একটি কাহিনী নিয়ে নাটকটি তৈরি হয়েছে।
ঈদের সপ্তম দিন ইটিভিতে ঘুম সোহেল নাটকটি প্রচার হবে আর ইউটিউবে গ্লোবাল টিভি’ চ্যানেলে দেখা যাবে।