নিজস্ব প্রতিবেদক ::
কার্প জাতীয় মাছের নিষিক্ত ডিম আহরণের জন্য বিখ্যাত হালদা নদীর জীব বৈচিত্র রক্ষায় স্থাপিত সিসিটিভি ক্যামেরার মনিটরিং প্রক্রিয়া পরিদর্শন করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম।
বুধবার (৫ মে) দুপুর সাড়ে ১২টার দিকে রাজধানীর হাতিরঝিলের নৌ পুলিশ সদর দফতরে অবস্থিত কন্ট্রোল রুমে হালদা নদী রক্ষায় স্থাপিত সিসিটিভি ক্যামেরা পর্যবেক্ষণ করেন তিনি।
এ সময় উপস্থিত বাংলাদেশ নৌ পুলিশের ডিআইজি আতিকুল ইসলাম হালদা নদী রক্ষায় নৌ পুলিশ কর্তৃক গৃহীত পদক্ষেপগুলো মন্ত্রীকে অবহিত করেন।
অমাবস্যার মধ্যে হালদা নদীতে মা-মাছ ডিম ছাড়ার ব্যাপারে প্রস্তুতি, এখানে স্থাপিত ৯টি সিসিটিভি ক্যামেরার মাধ্যমে হালদার মনিটরিং পদ্ধতি, হালদার দৃশ্যগুলো মন্ত্রীকে অবহিত করেন ডিআইজি।
তিনি বলেন, হালদা নদী রক্ষায় সরকার অনেক বেশি কঠোর অবস্থানে রয়েছে। নৌ পুলিশের অভিযানও চলছে নিয়মিত। সামনে মা-মাছ ডিম ছাড়বে তাই আমরা সতর্ক রয়েছি।’
এ সময় তিনি হালদা নদী রক্ষায় আরো কঠোর হওয়ার নির্দেশ দেন মন্ত্রী।