রেজা শাহীন:
জনপ্রিয় কণ্ঠশিল্পী এফ এ সুমনের জন্মদিন ছিল গতকাল। জন্মদিন উপলক্ষে গতকাল
ঈদের বিশেষ গান ‘তুমি নাই আমার সীমানায়’ নিয়ে হাজির হয়েছেন তিনি। গানটি রিলিজ হয়েছে গতকাল সন্ধ্যায় জি সিরিজের ইউটিউব চ্যানেলে।
গানটির কথা ও সুর করেছেন মাসুম তসলিম। মিউজিক করেছেন এফ এ সুমন নিজেই। ভিডিও চিত্রে ছিলেন বিকাশ সাহা।
‘তুমি নাই আমার সীমানায়’ গানটিতে মডেল হিসেবে অভিনয় করতে দেখা যায় শিল্পী এফ এ সুমনকে। সহশিল্পী ছিলেন সিনহা নূর।