মোহাম্মদ নুর আলম সিদ্দিকী মানু,বিশেষ প্রতিবেদকঃ
ঢাকা জেলার আশুলিয়ায় মাদক ব্যবসায়ী মা-মেয়েসহ তিন মাদক ব্যবসায়ীকে গাজাসহ আটক করেছে আশুলিয়া থানা পুলিশ। আটকের সময় তাদের কাছ থেকে ১৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
বুধবার(২৬ মে) রাত ৯টার দিকে সাভার উপজেলার আশুলিয়ার চিত্রশাইল নয়াপাড়া এলাকার বাসিন্দা সুমনের বাড়িতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের কাছে থাকা গাজা উদ্ধারসহ আটক করা হয়।
পরে আশুলিয়া থানা পুলিশ বাদী হয়ে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করে সেই মামলায় তাদেরকে গ্রেফতার দেখানো হয়।
গ্রেফতারকৃতরা হলো- কুষ্টিয়া জেলা সদরের আরুয়াপাড়া গ্রামের মৃত আব্দুল মান্নানের মেয়ে মিনা বেগম(৫২) ও মুন্সিগঞ্জ সদরের বাকেরকান্দি গ্রামের সামসুল হোসেনের মেয়ে শিলা বেগম(৩২)। জানাযায় মিনা বেগম ও শিলা বেগমের সাথে মা মেয়ের সম্পর্ক। অপর আসামী বগুড়া জেলার বাসীন্দা শেরপুরের খানপুর গ্রামের গুদাপ্রামানিকের ছেলে আব্দুল মোতালেব(৩৮)। এছাড়াও পলাতক রয়েছে সুমন ও খোকন নামের দুই মাদক ব্যাবসায়ী।
আশুলিয়া থানা পুলিশ জানায়, মাদকদ্রব্য (গাজা)বিক্রির জন্য ট্রলি ব্যাগেও স্পোর্টস ব্যাগে করে মাদকদ্রব্য (গাজা)নিয়ে আশুলিয়ার চিত্রশাইল এলাকার সুমনের বাড়িতে আসবে কয়েকজন ব্যক্তি, এমন গোপন সংবাদের ভিত্তিতে অবস্থান নিয়ে রাতেই অভিযান চালিয়ে সেই বাড়িতেই প্যাকেট করার সময় ১৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়। সাথে তিনজনকেও আটক করা হয়। বাকি দুইজন পালিয়ে যায়।
এ বিষয়ে অভিযান পরিচালনার দায়িত্বে থাকা আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) হারুন অর রশিদ শ্যামল বাংলা’র বিশেষ এ প্রতিবেদককে বলেন, পলাতক আসামী খোকনের কাছ থেকে পাইকারী দামে গাঁজা কিনে বিক্রি করতো বাকিরা। আসামী সুমনের বাড়িতে ভাড়া থেকে তার সহায়তায় মাদক ব্যবসা চালিয়ে আসছে মা ও মেয়ে। পলাতক আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে। গ্রেফতারকৃত আসামিদের আগামীকাল সকালে আদালতে পাঠানো হবে বলে জানিয়েছেন তিনি ।