1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ঈদ শপিং! -আব্দুর রহমান ইমন - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ১৪ মে ২০২৫, ০৭:১০ পূর্বাহ্ন

ঈদ শপিং! –আব্দুর রহমান ইমন

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ৩ মে, ২০২১
  • ৫৮৬ বার

আমি- রবি! থাকি ঐযে গ্রামের ছোট্ট একটা কুঠিরে! পড়াশুনা বেশ করেছি! ডিগ্রি পাস!
মা আমার গর্ভ সহিত বলতে পারে গ্রামের লোকের কাছে আমার পুলা বড় পাস করছে!
গ্রামের লোকজন ভাবে রবি বেশ পড়ছে! ইহা বড় চাকুরি করব শহরে! বড় অফিসে বসবো গাড়ি নিব! তারপর সুন্দর দেইখা একটা মাইয়্যা দেখে বউ করে আনবে!
লোকে বলতো “আমাগো রবি একদিন বড় অফিসার হইবো”

তা আর হলো কই?
অনেক কষ্ট করে মাস কয়েক হলো এক্কান প্রাইভেট কোম্পানিতে চাকুরি পাইছি! মাসে ৫/৬হাজার মাইনে পাই!
মোটামোটি চলছে কোনরকম যাচ্ছে!

ও হে আরেকটা কথা আমাগো পরিবারে আমরা ৩ভাই! আমি বড়, আর মা বাবা!

কয়েকটা মাস কেটেঁ গেলো সামনে ঈদ আইতেছে! মা একিদন বাড়িত ফিরতে বলে -“বাবা রবি, এবার কি তুর ছোট ভাইরগো লাই ঈদে কিছু কিনবি না! ওরা তো গ্রামে সবাইরে কয় আমার ভাইয়া বড় চাকুরি করে আমারগো লাই সুন্দর জামা কিনব! তাছাড়া ঈদে সেমাই তেমাই আনবি না! তুর বাবাও অসুস্থ! ঔষুধটাও শেষ!” শেষ!”
মার কথা শুনে চুপ করে রইলাম! অনেক্ষন পর জাবাব ছিলা আইচ্চা মা দেখমুনি! এহনো তো ঈদের অনেক দিন বাকি!

ইফতারের পর গ্রামের চায়ের দোকানে গেলাম বন্ধুদের সাথে আড্ডা দিতে! বন্ধুরা প্লান করছে এবার ঈদে সবাই কক্সবাজার ঘুরতে যাবে! ২০০০টাকা লাগবো! আমিও কইছি যামু! মেলা শখ একদিন কক্সবাজার গিয়ে ঘোড়াত ছড়মু!
গতমাসের টিউশনির মাইনে থেকে ২০০০টাকা জমা করছি।

যাক অবশেষে ঈদের আর ১সাপ্তাহ বাকী! গ্রামের হক্কল মাইনষে আনন্দে আত্মহারা! সবাই শপিং এ যায়! কেনাকাটা আমেজ!

সন্ধা ইফতারের পর ছোট ভাইটা এসে বলে “ভাইয়া আমাগো পাশের বাড়ির রহিম নতুন পান্জাবী কিনছে! আমি কইছি আমার ভাইয়া তুর চেয়েও সুন্দরটা আইনবো! কই ভাইয়া আনো না কেন?”

ঈদ শপিং, ঈদের বাজার, বাবার ঔষুধ, বন্ধুদের সাথে ঘুরতে যাব!

সকালে ঘুম থেকে ওঠে দেহি মোবাইলে একটা ম্যাসেজ আমার বেতন আইছে!
সন্ধা গেলাম বাজারে ছোট ভাইর দুটার জন্য পান্জাবি, বাবার পান্জাবি মা,য়ের শাড়ী, ঈদের বাজার করলাম!
আর আছে ১০০০টাকা! বাবার ঔষুদ নেওয়া হয়নি!
ফার্মেসীতে গেলাম ঔষুধ আনতে! ঔষুধ বিল আসলো ৩০০০টাকা!
নিজের জমানো টাকা দিয়ে বাবার ঔষুধ টা নিলাম।

সবকিছু নিয়ে যখন বাড়িতে গেলাম ছোট ভাইরা দেখে খুশিতে নাচতে শুরু করে! মায়ের চোখে খুশির আবেগে অশ্রু ঝড়ে! এটা দেখে আমি মহাখুশি!

একটুপর বন্ধু ফোন দিল কিরে রবি কক্সবাজার যাবি না! টাহা পাঠা এখন কিছু জিনিস কিনমু!
অশ্রু চোখে জবাব দিলাম নারে তুরা যা! আমার অফিস খুলা ঈদের পরেরদিন!

এভাবে হাজারো স্বপ্ন আর স্বার্থ বিসর্জন দিতে হয় মধ্যবিত্ত পরিবারের ছেলেদের! শুধুমাত্র পরিবারের মুখে হাসি ফুটাতে! ঐহাসিতে তারা সুখ পায়!

এবারের ঈদে হাসিঁ ফুটুক সকল নিম্নমধ্যবিত্ত পরিবারের মাঝে! নিজের শপিং এর পাশাপাশি আপনার প্রতিবেশীর খেয়াল রাখুন! আপনার পরিবার যেমন ঈদ আনন্দ মেতে ওঠবে তেমনি যেন আপনার প্রতিবেশীদেরও হয়!

~স্বপ্নের ফেরিওয়ালা!

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net