মোহাম্মদ অলিদ সিদ্দিকী তালুকদারঃ
মসজিদে এতেকাফরত থাকা অবস্থায় জমিয়ত উলামায়ে ইসলামের কেন্দ্রীয় সহ-সভাপতি ও হেফাজতে ইসলামের সদ্য বিলুপ্ত কমিটির কেন্দ্রীয় আইন বিষয়ক সম্পাদক সাবেক এমপি অ্যাডভোকেট মাওলানা শাহীনুর পাশা চৌধুরীকে গ্রেফতার করেছে সিআইডি।
শ্যামল বাংলা ডট নেট এ বিষয়টিকে এসএমপি পুলিশের একটি সূত্র নিশ্চিত করেছে।
বৃহস্পতিবার দিবাগত (৭ মে) রাত পৌনে ১ টার দিকে সিলেট নগরীর বনকলাপাড়াস্থ আব্বাসী জামে মসজিদ থেকে এতেকাফরত অবস্থায় তাকে আটক করে নিয়ে যায় পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি’র ঢাকার একটি টিম।