মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি:
কুমিল্লার চৌদ্দগ্রামে ১০ কেজি গাঁজা সহ মুকবুল মিয়া (৫৮) নামে এক মাদক ব্যাবসায়ীকে আটক করেছে থানা পুলিশ। রবিবার তথ্যটি নিশ্চিত করেছেন চৌদ্দগ্রাম থানার অফিসার ইনচার্জ শুভ রঞ্জন চাকমা।
থানা সূত্রে জানা গেছে, শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে চৌদ্দগ্রাম থানার এসআই আরিফ হোসেনে নেতৃত্বে একদল পুলিশ উপজেলার ঘোলপাশা ইউনিয়নের আমানগন্ডার শালুকিয়া গ্রামে অভিযান চালিয়ে ওই গ্রামের মৃত জুলফু মিয়ার ছেলে চিহিৃত মাদক ব্যবসায়ী মুকবুল মিয়াকে দশ কেজি গাঁজা সহ আটক করা হয়। রবিবার দুপুরে আটককৃত মুকবুলের বিরুদ্ধে চৌদ্দগ্রাম থানায় মাদক আইনে মামলা দায়ের শেষে আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে প্রেরণ করা হয়।