নিজস্ব প্রতিবেদক
দক্ষিণ আফ্রিকা সহ বিশ্বে মরন মরণব্যাধি করোনাভাইরাসের উচ্চ ঝুকিপূর্ণ ১২টি দেশর উপর আর্ন্তজাতিক ভ্রমণ নিষেধাজ্ঞা অব্যাহত রেখেছে বাংলাদেশ সরকারের সিভিল অ্যাভিয়েশন। এছাড়া আরও ২৬টি দেশের সাথে স্বাস্থ্য বিধি মেনে শর্ত সাপেক্ষে আর্ন্তজাতিক ফ্লাইট চলাচলের অনুমতি দিয়েছেন। এই বিষয়ে আজ শনিবার সরকারের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ ও সিভিল অ্যাভিয়েশন অথোরিটি এক প্রজ্ঞাপন জারি করেছেন।
প্রজ্ঞাপনে যে সকল দেশের সাথে ফ্লাইট চলাচল বন্ধ থাকবে তাহলো যথাক্রমে দক্ষিণ আফ্রিকা,ব্রাজিল,আর্জেন্টিনা,কলম্বিয়া,কোস্টারিকা,সাইপ্রাস,জর্জিয়া,ইন্ডিয়া,ইরান,মংগোলিয়া,ওমান,তিউনিসিয়া।এছাড়া ফ্লাইট চলাচল চালু থাকবেঃ অস্ট্রিয়া,আজারবাইজান,বেলজিয়াম,চিলি,ক্রোসিয়া,ইসতোনিয়া,ফ্রান্স,জার্মানি,গ্রিস,হাংগিরি,ইরাক,কুয়েত,ইতালি,লেটভিয়া,লিথুনিয়া,নেদারল্যান্ডস,পেরাগুয়ে,পেরু,কাতার,স্লোভেনিয়া,স্পেন,সুইডেন,সুইজারল্যান্ড,তুরস্ক ও উরুগুয়ে। পরবর্তী নির্দেশ না দেওয়া আর্ন্তজাতিক ফ্লাইট চলাচলের উপর এই নিষেধাজ্ঞা আরোপ থাকবে এবং তা আজ শনিবার ১ মে থেকে কার্যকর হবে।