আরিফুর রহমান দিলু দক্ষিণ আফ্রিকা থেকে :
দক্ষিণ আফ্রিকার ব্লুমফন্টেইনে এলাকায় সিকিউরিটির গুলিতে পনের বছর এক কৃষ্ণাঙ্গ যুবক নিহত হওয়ার জের ধরে বাংলাদেশী সহ ভিনদেশি নাগরিকদের প্রায় অর্ধশতাধিক দোকান পাটে হামলা লুটপাট ও অগ্নিসংযোগ চালিয়েছে স্হানীয় কৃষ্ণাঙ্গ কালো সন্ত্রাসীরা
গতকাল সোমবার গভীররাতে ব্লুমফন্টেইনের খালিসা, পাম্পিং, রকল্যান্ড, নামিবিয়া এলাকায় শতাধিক দোকানে সশস্ত্র হামলা করে ভাঙচুর এবং লুটপাট করেছে কৃষ্ণাঙ্গরা।এই সময় শতশত বাংলাদেশী প্রবাসী নিজেদের দোকান ছেড়ে রাতের আধারে পালিয়ে স্হানীয় পুলিশ স্টেশনে আশ্রয় নিয়ে জীবন রক্ষা করেছে।এই রিপোর্ট লেখা পর্ষন্ত হামলা ভাঙচুর ও লুটপাট অব্যহত রয়েছে।
উল্লেখ্য,গতকাল সোমবার ব্লুমফন্টেইনের চেক আউট এলাকায় মাংগুয়ান কমিউনিটি কনসার্ন নামে একটি সংগঠন নিজেদের দাবি দাওয়া নিয়ে স্হানীয় সরকারের বিরুদ্ধে আন্দোলনের ডাক দেয়।এই সময় মিছিল থেকে বিদেশিদের দোকানে হামলা করার চেষ্টা করা হলে দোকানে কর্মরত সিকিউরিটি গুলি বর্ষন করে।এই সময় গুলিতে একজন কৃষ্ণাঙ্গ যুবক নিহত হয়।
কৃষ্ণাঙ্গ যুবক নিহত হওয়ার পর কৃষ্ণাঙ্গরা আরো ক্ষিপ্ত হয়ে উঠে রাতের আধারে লুটপাট করে নেয় বিদেশীদের শতাধিক দোকান।জানা যায়,কৃষ্ণাঙ্গদের লুটপাটের শিকার অধিকাংশ দোকান বাংলাদেশী মালিকানাধীন।