রফিকুল ইসলাম ফুলাল, দিনাজপুর প্রতিনিধি:
সেরা স্বাদের দেশ নন্দিত লিচুর জেলা দিনাজপুর। এ বছর লিচুর উতপাদন কম হলেও দেশের বৃহত্তম লিচুর বাজার দিনাজপুরে উদ্বোধন অনুষ্ঠিত হলো। আজ শনিবার সকাল ১১টায় শহরের গোর এ শহীদ বড় ময়দানে জেলা প্রশাসনের উদ্যোগে এই লিচুর বাজার উদ্বোধন অনুষ্ঠিত হয়।
দিনাজপুর জেলা প্রশাসক মো. খালেদ মোহাম্মদ জাকী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দেশ সেরা স্বাদের লিচুর বাজার উদ্বোধন করেন। এসময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ আনোয়ার হোসেন বিপিএম, পিপিএম (বার), জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক প্রদীপ কুমার গুহ, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ইমদাদ সরকার, চেম্বারের সভাপতি সুজা উর রব চৌধুরী প্রমুখ। এছাড়াও উপস্থিত ছিলেন ফল ব্যবসায়ী দোকান মালিক সমিতির সভাপতি মো. রুস্তম আলী, সাধারণ সম্পাদক রাজিউর রহমান বিপ্লব প্রমুখ।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি জেলা প্রশাসক বলেন, করোনার প্রাদুর্ভাবে সেরা স্বাদে ভরপুর দিনাজপুরের এই লিচু সারাদেশে বিপণনে উন্মুক্ত জায়গায় এই বাজার উদ্বোধন হলো। স্বাস্থ্যবিধি মেনে কৃষক ও ব্যবসায়ীরা দেশের প্রত্যেক প্রান্তে যেন দিনাজপুরের লিচু পৌছানো যায়, এই লক্ষ্যই আমাদের।