1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
পৃথিবীতে নেমে আসা স্বর্গের শহর - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৬:১২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
মাগুরায় শাহ্ আব্দুল গাফ্ফার প্রি-ক্যাডেট স্কুলের বার্ষিক পরীক্ষার ফল প্রকাশ ও বৃত্তি প্রদান খেতাব-বঞ্চিত সেক্টর কমাণ্ডার মেজর জলিল ও মেজর জয়নুলকে স্বীকৃতিদানের জন্য অধ্যাপক বার্ণিকের আহ্বান মাগুরায় জামায়াতে ইসলামীর ইউনিয়ন কর্মী সম্মেলন অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে আ.লীগের শতাধিক নেতা-কর্মীর বিএনপিতে যোগদান, প্রতিবাদে বিক্ষোভ ! ঠাকুরগাঁওয়ে খুদে শিক্ষার্থীদের বিস্ময়কর প্রতিভা গুণীজনদের সম্মাননা দিলেন সোনারগাঁ মিডিয়া প্লেসক্লাব ঠাকুরগাঁওয়ে সড়ক দুর্ঘটনা রোধে চালকদের স্বাস্থ্য পরীক্ষা ও প্রশিক্ষণ কর্মশালা ঠাকুরগাঁওয়ে পীরগঞ্জে স্ত্রীর নির্যাতন মামলায় উপ-সহকারী মেডিকেল অফিসার বরখাস্ত ! পুঁইছড়ি নিউ জেনারেশন সোসাইটির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শীতবস্ত্র বিতরণ গুণীজনদের সম্মাননা দিলেন সোনারগাঁ মিডিয়া প্লেসক্লাব

পৃথিবীতে নেমে আসা স্বর্গের শহর

মাসুম খলিলী

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ১২ মে, ২০২১
  • ২১৩ বার

পবিত্র মসজিদ আল আকসা চত্তর আর পবিত্র শহর জেরুসালেম আজ রক্তাক্ত। ফিলিস্তিনিরা রক্ত দিচ্ছে আল আকসার জন্য, জেরুসালেমের জন্য। রক্ত ঝরছে গাজায়। জেরুসালেম ছেড়ে দেওয়া কার্যত অসম্ভব। তুরস্কের বিশিষ্ট কবি সেজাই কারাকোয়ের কথায়, এটি ‘স্বর্গে নির্মিত এবং পৃথিবীতে নেমে আসা শহর’ এটি ‘আল্লাহর শহর এবং সমস্ত মানবতার শহর’ সুতরাং এটি থাকতে হবে। যেখানে ইহুদিরা সমগ্র ফিলিস্তিনই দখল করে নিয়েছে, সেখানে মাত্র ১৪ একর জায়গার জন্য কেনো এতো অত্যাচার নির্যাতনের পরেও ফিলিস্তিনের মুসলমানরা বারবার আল আকসা মসজিদের দিকে ধাবিত হচ্ছে?
রমজানের শেষ দিনগুলিতে, ইসরাইলি দখলদার বাহিনী আবারও মসজিদ আল-আকসা আক্রমণ শুরু করেছে। শতাধিক ফিলিস্তিনি আহত হবার এই ন্যাক্কারজনক ঘটনাকে তুরস্কের রাষ্ট্রপতি রেসেপ তাইয়িপ এরদোয়ান রাষ্ট্রীয় সন্ত্রাসবাদের কাজ’ বলে বর্ণনা করেন। এর নিন্দা করেছেন অন্য মুসলিম দেশের নেতারাও।

গত ২ মে পূর্ব জেরুসালেমের শেখ জারাহ পাড়ায় কিছু ফিলিস্তিনি পরিবারকে জোর করে তাদের বাড়ি থেকে উচ্ছেদ করার সিদ্ধান্তের পরে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ৭ মে ইসরাইলি পুলিশ তারাবির নামাজের সময় মুসল্লিদের উপর হামলা চালালে এর বিস্ফোরণ ঘটে। ১০ মে, ইসরাইলি ধর্মান্ধরা ‘জেরুজালেম দিবস’ উপলক্ষে নিরাপত্তা বাহিনীতে যোগ দেয়। আর একই সময় উত্তেজনা ছড়িয়ে পড়ে।
এই ইস্যুটির কেন্দ্রে রয়েছে ইহুদি বসতি স্থাপনকারীদের ‘ফিলিস্তিনিদের বাড়িঘর চুরি’ করার প্রচেষ্টা। ভাইরাল হওয়া একটি ভিডিওতে তা স্পষ্টভাবে দেখা গেছে। ইসরাইল শেখ জারাহর আশেপাশের অঞ্চলটিকে ফিলিস্তিনমুক্ত করতে চায়। গাজি সালাউদ্দিনের চিকিৎসকের নামে এর নামাকরণ করা। আর বাকী অংশ পূর্ব জেরুসালেম।

আল আকসার উপর আঘাত অথবা জেরুসালেম দখলের চেষ্টা ইসরাইলের এই প্রথম নয়। দেশটি ১৯৬৭ সালের পর থেকে পূর্ব জেরুসালেমকে “ফিলিস্তিনমুক্ত” করার ধারাবাহিক নীতি অবলম্বন করেছে। এর অজুহাত দেয়া হচ্ছে ব্যক্তিদের মধ্যে সম্পত্তি নিয়ে তথাকথিত আইনী বিরোধ নিষ্পত্তি করা। ইহুদিদের তথাকথিত ‘সম্পত্তিতে’ অনুমিত প্রত্যাবর্তনের নামে ফিলিস্তিনি সম্পত্তি দখল ১৯৭২ সালে শুরু হয়েছিল এবং ১৯৯১ সাল থেকে তা বেড়েছে।
হাস্যকর বিষয় হল, ইসরাইলের আদালত ব্যবস্থা শুধুমাত্র ইহুদিদের সম্পত্তি সম্পর্কিত আইনী দাবী করার অনুমতি দেয়। ফিলিস্তিনিরা জর্ডান থেকে অটোমান-যুগের দলিলপত্র এবং নথি উপস্থাপন করেও আদালতে হেরে যায়। ইসরাইলি আদালতগুলি আন্তর্জাতিক আইনের অধীনে অধিকৃত অঞ্চল পূর্ব জেরুজালেমের বাসিন্দাদের উপর কোন এখতিয়ার রাখে না। কিন্তু জবরদস্তিমূলকভাবে সেটিই তারা করেছে।

তথাকথিত আদালতের রায়গুলির উপর ভিত্তি করে শেখ জারারাহে ৩৮ ফিলিস্তিনি পরিবারকে নির্বাসিত করার কাজটি জেরুসালেমের ইসরাইলী ইহুদিকরণ নীতির সর্বশেষতম কাজ। ইহুদিকরণ হ’ল এই অঞ্চলের বিভিন্ন মানুষ ও ধর্মের মধ্যে হাজার হাজার বছরের শান্তিপূর্ণ সহাবস্থানকে মুছে ফেলার একটি প্রচেষ্টা। জেরুজালেমে ইহুদিরাই একমাত্র বাস করবে তা নিশ্চিত করাই এর উদ্দেশ্য।
ইসরাইলের সম্প্রসারণবাদের নীতি বারবার মুসলিম বিশ্বের চোখের মণি আল-আকসা মসজিদকে লক্ষ্য করে। ১৯৬৯ সালের প্রথম দিকের আক্রমণগুলির মধ্যে একটি ঘটনায় একজন অস্ট্রিয়ান ইহুদিবাদী মসজিদে আগুন ধরিয়ে দিয়েছিল। এটি ইসলামিক সহযোগিতা সংস্থার (ওআইসি) ভিত্তি গড়ে তুলেছিল, যা দুর্ভাগ্যক্রমে এখন খণ্ডিত এবং মূলত অনেকটাই অকার্যকর হয়ে আছে।
আল-আকসা মসজিদে অন্যান্য হামলার মধ্যে রয়েছে, ১৯৯০-এর আল-আকসা গণহত্যা, আরিয়েল শ্যারনের আল-আকসা মসজিদের চারপাশের কিছু অংশ দখলের চেষ্টা এবং মসজিদটির নীচে ও তার আশেপাশে টানেল ও খননকাজ খনন করার ঘটনা।

যারা আজ ইসরাইলের নিষ্ঠুর নিরাপত্তা বাহিনীর বিরুদ্ধে প্রতিরোধ করে চলেছে, তারা জায়নিবাদীদের দ্বারা আল-আকসা মসজিদ দখলের অপচেষ্টার বিরোধিতা করেছে। ফিলিস্তিনি মহিলা এবং পুরুষ যারা মসজিদে পাহারা দিয়ে দাঁড়িয়েছেন, তারা জেরুজালেমের ইহুদিকরণের বিরুদ্ধে দাঁড়িয়েছেন। তারা মহা প্রতিরোধ গড়ে তুলে এবং তাদের বাড়িঘর ত্যাগ করতে অস্বীকার করে। এই রমজানে আবারও তারা আল-আকসা মসজিদটি রক্ষার জন্য জীবন দিয়েছে।
দুর্ভাগ্যক্রমে, তেল আবিবের সম্প্রসারণবাদের বিরুদ্ধে সমর্থন দেবার মতো বড় কোনও শক্তি নেই। ইসরাইল জাতিসংঘের প্রস্তাবসমূহকে পুরোপুরি উপেক্ষা করে এবং আরব সরকারগুলো স্পষ্টত ফিলিস্তিনি ও জেরুজালেমের স্বার্থের বিষয় পরিত্যাগ করেছে। পশ্চিমা সরকারগুলির ‘গভীর উদ্বেগ’ প্রকাশে ইসরাইলের সম্প্রসারণবাদের কাজে প্রভাব পড়ছে না। বর্তমান দখলদারিত্বের পরও তাদের সমর্থন অব্যাহত রয়েছে। মুসলিম দেশগুলি খণ্ডিত এবং দাঁতবিহীন হয়ে পড়ায় ওআইসির বা আরব লিগের পক্ষে আল আকসার প্রতিরোধকারীদের পক্ষে কাজ করাও সম্ভব হচ্ছে না।
ইসরাইলকে পশ্চাদপসরণ করতে বাধ্য করতে নতুন বৈশ্বিক/আঞ্চলিক ব্যবস্থা না আসা পর্যন্ত আল-আকসা মসজিদ এবং জেরুজালেমে প্রতিরোধের শক্তিটিকে অবশ্যই বাঁচিয়ে রাখতে হবে। নতুন বিন্যাসের যে প্রক্রিয়া চলছে তা অচিরেই একটি অবয়ব নিতে পারে। এতে মুসলিম দেশগুলো আবার শক্তি অর্জন করতে পারে। এ সময় না আসা পর্যন্ত প্রতিরোধ টিকিয়ে রাখতে হবে। যেটি ফিলিস্তিনি অবিরাম রক্ত ঝরানোর মাধ্যমে জেরুসালেম পশ্চিম তীর ও গাজায় করে যাচ্ছে।

কেন আল-আকসা এত গুরুত্বপূর্ণ
আল-আকসা ফিলিস্তিনের মধ্যে একটি ছোট এলাকা, কিন্তু প্রতীকীভাবে এটি ইসরায়েলি এবং ফিলিস্তিনিদের মধ্যে সংঘর্ষের একটি বড় অংশ ।
আল-আকসা একটি ৩৫-একর যৌগিক চক্রের মধ্যে রূপার আস্তরণযুক্ত মসজিদের নাম। জেরুজালেমের পুরাতন শহর, যা জাতিসংঘের সাংস্কৃতিক সংস্থা ইউনেস্কোর দ্বারা একটি বিশ্ব ঐতিহ্য স্থান হিসাবে চিহ্নিত হয়েছে। এটি তিন ইব্রাহিমী ধর্মের (মুসলিম, ইহুদি খৃস্টান) জন্য গুরুত্বপূর্ণ।

মুসলমানদের জন্য ইসলামের তৃতীয় পবিত্রতম স্থান আল-আকসা মসজিদ। সপ্তম শতকের কাঠামো এটি যেখানে নবী মুহাম্মদ সা: মেরাজের দিন বেহেশতে যাত্রা করেছিলেন। কম্পাউন্ডের পশ্চিম প্রাচীর ইহুদীদের কাছে ওয়ালিং প্রাচীর নামে পরিচিত, দ্বিতীয় গির্জার শেষ অবশিষ্ট বলে মনে করা হয়। মুসলিমরা এটাকে আল-বুরাক প্রাচীর হিসেবে উল্লেখ করে এবং বিশ্বাস করে যে এখানে নবী মুহাম্মদ সা: আল-বুরাকে আরোহন করে আসমানে উঠে আল্লাহর সাথে কথা বললেন।
১৯৬৭ সাল থেকে, জর্ডান এবং ইসরাইল সম্মত হয় যে ইসলামী ট্রাস্ট, চক্রের ভিতরে বিষয় নিয়ন্ত্রণ করবে, কিন্তু ইসরাইল বাহ্যিক নিরাপত্তা নিয়ন্ত্রণ করবে । অমুসলিমদের সাইটে ঘুরতে যাওয়ার সময় অনুমতি দেওয়া হবে।

পবিত্র শহর জেরুসালেমে রয়েছে হযরত ইব্রাহিম আ: এবং মূসা আ:সহ অসংখ্য নবী রাসুলের কবর। এখানেই আল্লাহর মহানবী রাসুল সা: সকল নবী রাসুল এবং ফেরেস্তাদেরকে নিয়ে নামাজ পড়ছিলেন। সেই জামাতের ইমাম ছিলেন মহানবী হজরত মুহাম্মদ সা:। এই জামাতে নবী রাসুলগণ ছিলেন। পবিত্র আল আকসা মসজিদের নির্মাণের সাথে জড়িয়ে আছে হজরত আদম এবং সুলাইমান আলাইহিসসালাম এর নাম। এর সাথে জড়িয়ে আছে খলিফা হজরত উমর রা: এর সেই বিখ্যাত উটের বিরল ঘটনা। এর সাথেই জড়িয়ে আছে সুলতান সালাউদ্দিন আইয়ুবীর অসংখ্য স্মৃতি। এই মসজিদের পাথরের গায়ে লেখা রয়েছে সম্পূর্ণ সূরা ইয়াসিন। এই মসজিদের জন্য হজরত সোলাইমানের নির্দেশে জ্বীনরা পাথর উত্তোলন করে আনে গহীন সাগরের তলদেশ থেকে। যা কিনা কোন মানুষের পক্ষে সম্ভব ছিল না।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2023 TechPeon.Com
ডেভলপ ও কারিগরী সহায়তায় টেকপিয়ন.কম