কবিতা:- মায়ের কথা
লেখক:- নূর আলম আকাশ
রচনা কাল:- ২/৫/২০২১
মায়ের কথা নতুন করে বলব কি আর আমি
মা জননী প্রভুরই দান হীরার ছেড়ে দামী।
পৃথিবীর এই আলো-বাতাস দেখালে মা তুমি।
তোমার জন্যে ধন্য হলো এইনা জন্মভূমি।
কান্না পেলে বুঝতে মাগো কিছু নেই যে পেটে,
মাতৃদুগ্ধ পান করিয়ে মিটিয়ে দিতে ক্ষিধে।
প্রথম ভাষা শিখলাম মাগো আমি তোমার কাছে
সেই স্মৃতি মা মনে হলে নয়ন জলে ভাসে।
স্কুলে যাওয়ার সময় তুমি বলতে বাবাধন
পড়ালেখা করলেই হবে তুমি জ্ঞানী-গুণীজন।
আমায় নিয়ে কত স্বপ্ন দেখতে দুটি চোখে
নিজের খাবার তুলে দিতে তুমি আমার মুখে।
অসুখ বিসুখ হলে মাগো কষ্ট পেতে বুকে
আমারও মা চোখ ভিজে যায় তোমার ঐ না দুঃখে।
ছোট্ট বেলায় ক্ষুধার জ্বালায় উঠতাম যখন কেঁদে
শত কষ্টের মাঝেও মায়ে খাবার দিতেন রেঁধে।
আদর সোহাগ দিয়ে তুমি করলে আমায় লালন
আমিও যেন করতে পারি মায়ের আদেশ পালন।
মাগো তুমি হারিয়ে গেলে আমি যাব মরে।
তোমার হায়াত কামনা করি আমি প্রভুর তরে।