আবদুল করিমঃ
চট্টগ্রামের লোহাগাড়ায় অভিযান চালিয়ে ১২ হাজার ইয়াবাসহ ৩ মাদক কারবারি কে গ্রেফতার করেছে লোহাগাড়া থানা পুলিশ। এ-সময় মাদক পরিবহন কাজে ব্যবহৃত এক টি মাইক্রোবাস এবং এক টি প্রাইেভটকার জব্দ করে পুলিশ।
মঙ্গলবার দিনগত রাতে চট্টগ্রাম- কক্সবাজার মহাসড়কের লোহাগাড়া চুনতি ফরেস্ট রেঞ্জ কার্যালয়ের সামনে এই অভিযান পরিচালনা করা হয়।
গ্রেপ্তারকৃত তিনজন হলেন সাতকানিয়া উপজেলার টিলাপাড়া এলাকার মোহাম্মদ দানু মিয়ার ছেলে মোঃ জাহাঙ্গীর আলম, টাঙ্গাইল মধুপুর মৃত মফিজ উদ্দিনের ছেলে সুমন এবং বরিশালের চর মোমেনিয়া এলাকার মৃত আবদুর কাদের ভুঁইয়ার ছেলে কবির হোসেন।
লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি জাকের হোসেন মাহমুদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রাম- কক্সবাজার মহাসড়কের লোহাগাড়া অংশে চুনতি ফরেস্ট রেঞ্জ কার্যালয়ের সামনে চট্টগ্রাম অভিমুখে গাড়িতে তল্লাশি চালিয়ে ১২হাজার ইয়াবাসহ এক টি মাইক্রোবাস এবং এক টি প্রাইেভটকার’সহ ৩ মাদক কারবারি কে গ্রেফতার করা হয়। বুধবার দুপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে চট্টগ্রাম আদালতে পাঠানো হয়েছে।