1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ঈদগাঁওতে কন্যার সামনে মারধর প্রবাসীর মৃত্যু, মামলা দায়ের, আটক-৮ - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ০৪:৪৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
||স্বাধিনতার ৫৩ বছর পার|| সহযোদ্ধারা সরকারী গেজেটভূক্ত হলেও মুক্তিযোদ্ধা স্বীকৃতি পাননি বাঁশখালীর মজিবুল হক ছবি পাল্টে যুবলীগের অফিস এখন যুবদলের কার্যালয় কুবি রোভার স্কাউটের ১০ বছর পূর্তিতে বার্ষিক তাঁবু বাস ও দীক্ষা আলেমেদ্বীন, সুবক্তা, আদর্শ শিক্ষক ও সমাজহিতৈষী মাওলানা ছৈয়দ আহমদের ইন্তেকাল, দুই দফে জানাযা শেষে দাফন রাজশাহীতে চাঁদাবাজি ও দখলদারত্ব বন্ধে কঠোর হুশিয়ারি যুবদল নেতা রবি’র “মজবুত সংগঠন কায়েম ছাড়া কল্যান রাষ্ট্র গঠন সম্ভব নয়”- সাইফুল আলম খান মিলন প্লাজমা ফাউন্ডেশনের ৯ম তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন রাউজানে শহীদ সালাউদ্দিন কাদের চৌধুরী’র ৯ম শাহাদত বার্ষিকী পালিত বুদ্ধিবৃত্তিক সংগঠন পাটাতনের নতুন কমিটি ঘোষণা শহীদ সালাউদ্দিন কাদের চৌধুরী’র ৯ম শাহাদাত বার্ষিকীতে পৌর কাঠ ব্যবসায়ী সমিতির শ্রদ্ধাঞ্জলি 

ঈদগাঁওতে কন্যার সামনে মারধর প্রবাসীর মৃত্যু, মামলা দায়ের, আটক-৮

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ২২ মে, ২০২১
  • ১৬৪ বার

সেলিম উদ্দীন,কক্সবাজার:
লাঠি দিয়ে পিটিয়ে জখম করার একটি ভিডিও গতকাল শুক্রবার ভাইরাল হয়েছিল সামাজিক যোগাযোগমাধ্যমে। স্ত্রী ও শশুর বাড়ির লোকজনের হাতে নির্মম নির্যাতনের শিকার প্রবাসী মঞ্জুর আলম (৪৫) অবশেষে মৃত্যুর কাছে হার মেনেছেন।

শনিবার (২২ মে) বেলা সাড়ে ১২টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। মঞ্জুর আলম কক্সবাজার সদরের চৌফলদন্ডি নতুন মহাল গ্রামের মৃত আব্দুল গনির ছেলে।

ঘটনায় জড়িত ৮ জন এজাহার নামীয় ও পলাতক কয়েকজনের নামে মামলা দায়ের করেছে নিহতের ভাই বদিউল আলম। এ মামলায় আটককৃতদের আদালতে সোপর্দ করেছে পুলিশ। এদিকে মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়লে জনতা বিক্ষুব্ধ হয়ে বাড়ীর সীমানা প্রাচীর ভাংচুর চালায় পরে চেয়ারম্যান পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। পরপরই ঈদগাঁও থানার একদল পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অবস্থান নিয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ঈদগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আবদুল হালিম জানান, এ ঘটনায় নিহত মঞ্জুর আলমের দ্বিতীয় স্ত্রী রুনা আক্তার, শশুর, শাশুড়ি, শ্যালকসহ ৮ জনকে আটক করা হয়েছে।

গত শুক্রবার দুপুরে কক্সবাজার সদরের ঈদগাঁও মাইজপাড়ায় দ্বিতীয় স্ত্রী রুনা আক্তারের বাবা, মা, ভাই, বোনসহ বেশ কয়েকজন মিলে মঞ্জুর আলমকে নির্যাতন করে গুরুতর আহত করে।

ঈদগাঁও থানার ওসি আবদুল হালিম জানান, মঞ্জুর আলমকে নির্যাতনের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে পুলিশ সুপার মহোদয়ের নির্দেশে ঘটনার দিন রাতেই নির্যাতনকারী স্ত্রী রুনা আক্তারসহ ৮ জনকে আটক করা হয়। এ ঘটনায় নিহত মঞ্জুর আলমের বড় ভাই শুক্রবার রাতে একটি এজাহার দায়ের করেছেন। শনিবার দুপুরে সেটি হত্যা মামলা হিসেবে রুজু করা হয়েছে।

এলাকাবাসী সূত্রে জানা যায়, নিহত মঞ্জুর আলম দীর্ঘদিন প্রবাসে কাটিয়েছেন। ছুটিতে এসে আর বিদেশ যাওয়া হয়নি। প্রবাস জীবনের আয় পাঠাতেন তাঁর দ্বিতীয় স্ত্রী রুনা আক্তারের নামে। স্ত্রী নিজের নামে কিনেছেন জমি, বানিয়েছেন বহুতল ভবন। এরই মধ্যে স্বামী-স্ত্রীর মধ্যে পারিবারিক কলহ দেখা দেয়।

শুক্রবার স্ত্রী রুনা আক্তার তার বাবা-মা, ভাই-বোন মিলে দিনদুপুরে মঞ্জুর আলমকে নির্মমভাবে নির্যাতন করে। পরে শারীরিক অবস্থার অবনতি হলে তাকে শনিবার চমেক হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2023 TechPeon.Com
ডেভলপ ও কারিগরী সহায়তায় টেকপিয়ন.কম