লোহাগাড়া (চট্টগ্রাম) সংবাদদাতাঃ
চট্টগ্রামের লোহাগাড়ায় একটি মালবাহী ট্রাকে তল্লাশি চালিয়ে ৭ হাজার পিস ইয়াবাসহ একজনকে আটক করেছে থানা পুলিশ। বুধবার সকালে তাঁকে চট্টগ্রাম আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে মঙ্গলবার (৪ মে) চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের উপজেলার চুনতি ফরেস্ট রেঞ্জ অফিসের সামনে অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়। এসময় পাচারকাজে ব্যবহৃত ট্রাকটি জব্দ করা হয়।
আটককৃত মাদক কারবারির কক্সবাজারের উখিয়া রাজাপালং ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের বজেন্দ্র বড়ুয়ার ছেলে সুমন বড়ুয়া (৪০)।
লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকের হোসাইন মাহমুদ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার গভীর রাতে পুলিশ পরিদর্শক (তদন্ত) রাশেদুল ইসলাম এবং এসআই গোলাম কিবরিয়ার নেতৃত্বে পুলিশি টিম উল্লেখিত এলাকায় চট্টগ্রামমুখী একটি মালবাহী ট্রাকে তল্লাশি চালিয়ে ৭ হাজার পিস ইয়াবা নিয়ে গাড়িতে থাকা একব্যক্তিকে আটক করে। এসময় পাচারকাজে ব্যবহৃত ট্রাকটি জব্দ করা হয়।