কাতার প্রতিনিধিঃ মোঃ আরাফাত হোসাইন:
কাতারে ভ্যাকসিন কার্যক্রম অব্যাহত থাকায় কিছুটা নিয়ন্ত্রণে করোনা পরিস্থিতি। স্বাভাবিক অবস্থায় ফিরতে শুরু করেছে জনজীবন।
স্বাভাবিক অবস্থায় ফিরতে শুরু করেছে কাতারের জনজীবন। মূলত দেশটিতে গণহারে ভ্যাকসিন কার্যক্রম অব্যাহত থাকায় করোনায় আক্রান্ত ও মৃতের সংখ্যা প্রতিদিনই কমছে।
দেশটিতে এখনো যারা ভ্যাকসিনের জন্য রেজিস্ট্রেশন করেননি দ্রুত তাদের তা করতে সরকারের পক্ষ থেকে আহ্বান জানানো হয়েছে। পাশাপাশি ১২ থেকে ১৬ বছরের শিশুদের ভ্যাকসিন নেওয়ার জন্য তাদের পরিবারের বড়দের অবগত করা হয়েছে রেজিস্ট্রেশন করার জন্য।
এদিকে যারা এখনো ভ্যাকসিন নেননি তাদের সেটি নেওয়ার পরামর্শ দিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা।
কাতারে করোনায় প্রতিদিন গড় আক্রান্তের হার তিনশ’ জনের নিচে নেমে এসেছে। দেশটিতে এরই মধ্য প্রায় ২২ লাখ মানুষকে বিনামূল্যে করোনা ভ্যাকসিন দেওয়া হয়েছে।
দেশটির করোনা পরিস্থিতি স্বাভাবিক হতে থাকায় ২৮ মে থেকে প্রথম ধাপে তুলে নেওয়া হচ্ছে বিধিনিষেধ। বাকি আরও তিন ধাপে তুলে নেয়া হবে সব বিধিনিষেধ।