আবদুল আলী গুইমারা খাগড়াছড়ি।
খাগড়াছড়ির গুইমারা রিজিয়নের আওতাধীন মাহবুব নগর এলাকা থেকে বিশেষ অভিযান পরিচালনা করে ১১ লাখ টাকা মুল্যের ভারতীয় বিভিন্ন প্রকারের অবৈধ ভেজাল ঔষধ জব্দ করেছে সেনাবাহিনী
মাহবুব নগর এলাকায় ভারতীয় বিভিন্ন প্রকারের অবৈধ ভেজাল ঔষধ পাচারের উদ্দেশ্যে একটি ট্রাকে বোঝাই করা হচ্ছে এমন গোপন তথ্যের ভিত্তিতে রবিবার বিকাল ৩টার দিকে ৩ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারী সিন্দুকছড়ি জোনের গুইমারা সাব জোন অধিনায়ক মেজর মোহাম্মদ জাহিদুন্নবী চৌধুরীর নেতৃত্বে মাহবুব নগর এলাকায় এ অভিযান চালিয়ে আটক করে ভেজাল ঔষধ সামগ্রী। সেনা সদস্যদের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা পালিয়ে যায় ।পরে মাল বোঝাই একটি ট্রাক তল্লাশী করে ১১টি কার্টুনে ১৪০ প্রকারের ভারতীয় ভেজাল ঔষধ জব্দ করে সেনাবাহিনী সদস্যরা।যার আনুমানিক মূল্য ১১ লাখ ১২ হাজার ২শত টাকা ।উদ্ধারকৃত মালামাল গুইমারা থানায় পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে বলে নিরাপত্তা বাহিনী সূত্র নিশ্চিত করেছে।