নিজস্ব প্রতিবেদক
চট্টগ্রামের লোহাগাড়ায় ২ হাজার ইয়াবাসহ এক ব্যক্তিকে আটক করেছে লোহাগাড়া থানা পুলিশ। আটক ব্যক্তির নাম খানে আলম (৫০)। তাঁর বাড়ি উপজেলা সদর ইউনিয়নের রশিদের পাড়া এলাকায়। শুক্রবার মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে আদালতে সোপর্দ করা হয়েছে।
এর আগে বৃহস্পতিবার রাতে উপজেলার বটতলী মটর স্টেশনে তার নিজস্ব মালিকানাধীন ফলের দোকানে অভিযান চালিয়ে আটক করা হয়।
লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকের হোসেন মাহমুদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রাতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়েছে। এই সময় তার কাছ থেকে ২ হাজার ৩০ পিচ ইয়াবা উদ্ধার করা হয়। দীর্ঘদিন ধরে ফল ব্যবসার আড়ালে উপজেলার বিভিন্ন এলাকায় মাদকের ব্যবসা করে আসছিলেন। তার বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে বলে জানান তিনি।
উল্লেখ্যঃ ২০২০ সালের (মঙ্গলবার) ১৪ জুলাই ১ হাজার ইয়াবা ও নগদ ২৮ হাজার টাকা সহ মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগীয় গোয়েন্দা কার্যালয়ের একটি টিম তাকে আটক করেছিল।
পুলিশের কাছে গ্রেফতার হয়ে সাজা হওয়ার পরও; একই পেশায় জড়িয়ে যাচ্ছে কেন? এমন প্রশ্নের জবাবে সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জাকারিয়া রহমান জিকু বলেন, মানুষের নীতি নৈতিকতার শিক্ষা অতি জরুরী। অনৈতিক মানুষ অনৈতিকভাবে মাদক ব্যবসা শুরু করে। পুলিশ বিভাগ তাদের আটক করে আদালতে সোপর্দ করে। বিচার বিভাগ যদি দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে পারে; সমাজের জন্য উদাহরণ হয়, নিজেও তার ভুল বুঝতে পারে, তখন অনেকাংশে কমে আসবে। এছাড়াও সামাজিক এবং রাষ্ট্রীয় ভাবে মাদক ব্যবসায়ীদের বৈকট করা উচিত।
তিনি বলেন, সাধারণ মানুষ যাতে বিপদগামী না হয় সেই জন্য সচেতনতা মূলক নানা কার্যক্রম হাতে নিয়েছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা। করোনা পরিস্থিতির উন্নতি হলে পুলিশের পক্ষ থেকে এই কার্যক্রম শুরু করা হবে।