নিজস্ব প্রতিবেদক
রাউজানে বিশ্ব অলি শাহানশাহ্ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (ক.) “র স্মরনে শীর্ষক সেমিনার ও মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ রাউজান রশিদর পাড়া শাখার দ্বিবার্ষিক কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত হয়। বুধবার ২৬ মে সন্ধ্যায় সংগঠনের কার্যালয়ে অনুষ্ঠিত কাউন্সিল অধিবেশন সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি আব্দুল নবী মেম্বার।
প্রধান অতিথি ছিলেন মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি রাঙ্গামাটি জেলা ও রাঙ্গুনিয়া উপজেলা সমন্বয়কারী মঞ্জুরুল ইসলাম চৌধুরী, প্রধান আলোচক ছিলেন মাইজভাণ্ডারী একাডেমীর সদস্য মাওলানা বেলাল হোসাইন মাইজভান্ডারী। সংগঠনের সাধারণ সম্পাদক মাওলানা মহিম উদ্দিনের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন বিশেষ অতিথি ছিলেন রাউজান প্রেসক্লাবের সভাপতি শফিউল আলম, মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি রাউজান উপজেলার ( গ) জোনের সমন্বয়কারী মাওলানা তরিকুল ইসলাম মাইজভান্ডারী, আনিসুল খান বাবর, মোঃ মামুন মিয়া, আব্দুল খালেক চৌধুরী, কাজে আসলাম উদ্দিন, নাজিমুদ্দিন কালু, মোহাম্মদ সালাউদ্দিন।
তকরির ও মোনাজাত করেন মাওলানা সিরাজুল ইসলাম সিদ্দিকী। প্রথম অধিবেশন শেষে দ্বিতীয় অধিবেশন সকলের সর্বসম্মতিক্রমে আব্দুল নবী মেম্বারকে সভাপতি ও মাওলানা মহিম উদ্দিনকে সাধারণ সম্পাদক করে ২১ সদস্য বিশিষ্ট মাইজভান্ডারী গাউসিয়া হক কমিটি রশিদর পাড়া শাখা গঠন করা হয়। পরে ত্বরিকত ও বিভিন্ন সামাজিক কাজে অবদান রাখায় ৪জনকে মরণোত্তর সম্মাননা প্রদান করা হয়।