মোঃ ইবনে সাঈদ অঙ্কুর (কিশোরগঞ্জ,নীলফামারী) প্রতিনিধিঃ
করোনার কারণে চারদিক যখন স্থবির, তখন শিক্ষার্থীদের জন্য ভালো কিছু করার প্রত্যয় থেকে যাত্রা শুরু হয় ‘লার্ন এন্ড গ্রো (Learn & Grow) ‘ নামক শিক্ষামূলক সংগঠন এর। তরুণদের শিক্ষা, সহশিক্ষা এবং দক্ষতার উন্নয়নে কাজ ২০২০ সাল থেকে কাজ করছে ”লার্ন এন্ড গ্রো (Learn & Grow)” সংগঠন। প্রবৃদ্ধি একাডেমিক, ভর্তি, ভাষা, প্রোগ্রামিং, দক্ষতার বিকাশের মতো পাবলিক স্পিকিং, অনলাইন বিপণন, ডিজিটাল বিপণন, সহ-পাঠ্যক্রম এবং সাংস্কৃতিক ক্রিয়াকলাপের জন্য সর্বাধিক বিস্তৃত অনলাইন শেখার অভিজ্ঞতা সরবরাহ করে আসছে এই প্লাটফর্মটি।সুবিধাবঞ্চিত মানুষদের শিক্ষা,সহশিক্ষা এবং দক্ষতা উন্নয়ন কাজ করাই এটির মূল লক্ষ্য। সম্প্রতি গত ১৬মে ফেসবুক লাইভে এসে প্রথম ই-ম্যাগাজিন এর মোড়ক উন্মোচন করেছে।
প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত ছিলেন বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় লেখক কিঙ্কর আহসান । বিশেষ অতিথি হিসেবে লাইভে সংযুক্ত ছিলেন সংগঠনটির প্রতিষ্ঠাতা মোঃ ইমাম হোসেন জেমস।
লাইভে লেখক কিঙ্কর আহসান বলেন, “ছোটবেলায় ঈদ সংখ্যা পাওয়া বড় কিছু উপহার পাওয়ার মত ছিল। বর্তমানে হয়তো ম্যাগাজিনে পাঠকের সংখ্যা কমে গেছে। তবে আমি আশা করি ম্যাগাজিন নিয়ে আগে যে উচ্ছ্বাস ও উদ্দীপনা ছিল তা আবারো দেখা যাবে, ইনশাআল্লাহ।” ‘লার্ণ এন্ড গ্রো ‘ এর প্রতিষ্ঠাতা মোঃ ইমাম হোসেন জেমস জানান, ” আমরা আমাদের প্রথম ই-ম্যাগাজিন এর মোড়ক উন্মোচন করেছি। ইনশাআল্লাহ সামনের দিকে আমরা আরো ভালো ভালো কাজ করতে পারব। অনলাইন প্লাটফর্ম গুলোর মাধ্যমে ইতিমধ্যে প্রায় ১০০+ লাইভ ক্লাস, ৭০+ শর্টভিডিও, ৪০+ ওয়ার্কশপ, নিয়মিত ইভেন্ট, প্রয়োজনীয় মডেল টেস্ট ও প্রকৃত তথ্য শিক্ষার্থীদের মাঝে তুলে ধরা হয়েছে ফ্রিতে; যা এখনও চলমান। ই-ম্যাগাজিন টিও বিনামূল্যে সকলে পড়তে পারবে।” ই-ম্যাগাজিন টি বাস্তবায়নে সমন্বয়ক ইয়াসিন আরাফাত আকাশ ও প্রধান আকিব সুলতান অর্নবসহ প্রায় ২৫ জন এক মাস ধরে কাজ করেছে বলে জানান তারা