1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
শুধুমাত্র রাজনৈতিক সিদ্ধান্তহীনতায় খালেদা জিয়ার বিদেশ যেতে বিলম্ব হচ্ছে! - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২৫, ১২:৫০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
৩১ দফার লিফলেট বিতরণ করে মানিকগঞ্জ জেলা বিএনপি’র সাধারন সম্পাদক এস এ জিন্নাহ কবীর ঠাকুরগাঁওয়ে মধ্যযুগীয় কায়দায় সিঁধ কেটে চুরি ! বিএনপি’র স্থায়ী কমিটির অন্যতম সদস্য, সাবেক তথ্য মন্ত্রী ও সাবেক সাংসদ ড. আব্দুল মঈন খান সাহেবের সাথে উনার বাসভবনে সাক্ষাত কক্সবাজার সিটি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হলেন এস.এম আকতার উদ্দিন চৌধুরী  মাগুরায় আমীরে জামায়াতের আগমন উপলক্ষে সংবাদ সম্মেলন ঠাকুরগাঁওয়ে রানীশংকৈলে ভাঙচুর, মারামারিতে হানিফ সংকেতের ‘ইত্যাদি’ অনুষ্ঠান পণ্ড বিএনপি নেতা নুরুল ইসলামের মুক্তির দাবিতে গাজীপুরে মহাসড়ক অবরোধ প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের অর্ধেকই গায়েব শিক্ষকতায় আজীবন সম্মাননা পেলেন ঈদগাঁও’র মহি উদ্দীন নবীগঞ্জে দেশী ও বিদেশী মদসহ দুই মাদক  ব্যবসায়ীকে গ্রেফতার করেছে সেনাবাহিনী  

শুধুমাত্র রাজনৈতিক সিদ্ধান্তহীনতায় খালেদা জিয়ার বিদেশ যেতে বিলম্ব হচ্ছে!

নিজস্ব প্রতিবেদক

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ৭ মে, ২০২১
  • ১৫০ বার

রোরবার অথবা সোমবারের মধ্যেই চাটার্ড ফ্লাইটেই তাঁকে প্রথমে নেয়া হচ্ছে সিঙ্গাপুরে, পরে লন্ডনে ; সরকারী আদেশসহ নুতন পাসপোর্টে ভিসাও মিলবে রোববারই
আজাহার আলী সরকার: শুধুমাত্র রাজনৈতিক সিদ্ধান্তহীনতার কারণেই করোনায় আক্রান্ত সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিদেশে যেতে বিলম্ব হচ্ছে ! আর এ কারণেই গত দিনেও বিদেশে যেতে পারলেন না খালেদা জিয়া।

তবে সব কিছু ঠিক থাকলে সোমবারে মধ্যেই
যে কোন সময়ে বিদেশে যেতে পারবেন তিনি।রোবরার রাতেও তাঁর বিদেশে যাওয়ার সম্ভবনা রয়েছে বেশী।
রবিবারেই খালেদা জিয়ার বিদেশে চিকিৎসা করার সরকারী আদেশ আসছে । একই সাথে ওইদিনেই খালেদা জিয়ার নুতন পাসপোর্টে কমপক্ষে দু’দেশের ভিসাও মিলবে।যদিও তাঁর নুতন ভাবে ভিসা পেতে তেমন কোন সমস্যা হওয়ার কথা না।

তবে অসমর্থিত একটি সূত্র দাবি করেছে খালেদা জিয়ার আগের পাসপোর্টের মেয়াদ না থাকলেও যুক্তরাজ্য এবং সিঙ্গাপুরসহ তাঁর বেশ কয়েকটি দেশের ভিসার মেয়াদ রয়েছে। এছাড়া সাবেক প্রধানমন্ত্রীদের বিভিন্ন দেশের ভিসা পেতেও কোন সমস্যা হয় না। খবর সংশ্লিষ্ট সূত্রের।

জানা গেছে, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে সরাসরি লন্ডনে নেওয়ার কথা থাকলেও খুব বেশী শারীরিক অসুস্থতার কারণে চাটার্ড ফ্লাইটেই প্রথমে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে নেয়া হতে পারে ।
সিঙ্গাপুরে তাঁর শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হলে আরও উন্নত চিকিৎসার জন্য লন্ডনে নেয়া হবে । সেখানে তিনি চিকিৎসার পাশাপাশি তাঁর ছেলে এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বাসায়ও যাবেন।
উল্লেখ্য , খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়ার সুযোগ চেয়ে সরকারের কাছে তাঁর পরিবারের পক্ষ থেকে গত বুধবার স্বরাষ্ট্রমন্ত্রণালয়ে আবেদন করা হয়। পরে স্বরাষ্ট্রমন্ত্রণালয় খালেদা জিয়ার আবেদনটি আইনমন্ত্রণালয়ে পাঠায়।

আইনমন্ত্রনালয়ে ইতোমধ্যেই তাঁকে শর্ত সাপেক্ষে বিদেশে চিকিৎসা করার ব্যাপারে অনুমতি দিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে অনুরোধ করেছে।
এদিকে গত ১১ এপ্রিল খালেদা জিয়ার করোনা শনাক্ত হয়। এরপর থেকে গুলশানের বাসা ‘ফিরোজায়’ তার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এফএম সিদ্দিকীর নেতৃত্বে চিকিৎসা শুরু হয়। করোনা আক্রান্তের ১৪ দিন অতিক্রান্ত হওয়ার পর খালেদা জিয়ার করোনা টেস্ট করা হলে ফলাফল আবারও পজিটিভ আসে।

এরপর কিছু পরীক্ষার জন্য তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। প্রথম দফায় পরীক্ষা করে বাসায় ফেরার পর দ্বিতীয় দফায় ২৭ এপ্রিল তাকে ফের হাসপাতালে নেওয়া হয়। সোমবার ভোরের দিকে শ্বাসকষ্ট বেড়ে যাওয়ায় খালেদা জিয়াকে সিসিইউতে (করোনারি কেয়ার ইউনিট) স্থানান্তর করা হয়েছে। বর্তমানে তিনি সেখানেই আছেন।

এদিকে খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসকরা জানিয়েছেন, বিএনপি চেয়ারপারসনের করোনার কিছু পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিয়েছে। তার ফুসফুস থেকে তরল জাতীয় পদার্থ (ফ্লুইড) অপসারণ করা হয়েছে। তার ডায়াবেটিস পুরোপুরি নিয়ন্ত্রণে থাকছে না। এর মাত্রা ওঠানামা করছে। এছাড়া অক্সিজেনের মাত্রাও কিছুটা কমেছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2023 TechPeon.Com
ডেভলপ ও কারিগরী সহায়তায় টেকপিয়ন.কম