কক্সবাজার প্রতিনিধি।
পুলিশ পরিচয়ে দুটি মোটরসাইকেল যোগে সশস্ত্র ডাকাতরা ফিল্মি কায়দায় অস্ত্রের মুখে পথচারীদের জিম্মি করে নগদ টাকা, দামী তিনটি মোবাইল সেট লুটে নিয়েছে।
সোমবার রাত দেড়টার সময় চকরিয়া উপজেলার খুটাখালী ইউনিয়নের সেগুন বাগিচা সড়কে ঘটে এ ডাকাতির ঘটনা।
অভিযেগে জানা গেছে, এদিন রাতে বর্নিত এলাকার প্রবাসী জামাল উদ্দীনের পুত্র ডাম্পার চালক তৌহিদুল ইসলাম হেলপারসহ রাত দেড়টার দিকে নতুন মসজিদ এলাকায় গাড়ি রেখে বাড়ি ফিরছিলেন।
এসময় তক্তা ব্রীজ পার হয়ে সেগুন বাগিচা সড়কে পৌছঁলে ২ টি মোটর সাইকেল নিয়ে ৪ জন যুবক মাস্ক পরিহিত তাদের গতিরোধ করে।
একপর্যায়ে ডাকাতরা তাদেরকে পুলিশ পরিচয়ে অস্ত্রের মুখে জিম্মি করে গালাগাল করে এত রাতে কোথায় যাওয়া হচ্ছে জিঙ্গাসা করে।
সে সাথে দুজনকে চড়-থাপ্পড় মেরে সারা শরীর হাতিয়ে নগদ টাকা, দামী তিনটি মোবাইল সেট ছিনিয়ে নিয়ে মহাসড়ক হয়ে পালিয়ে যায়।
ডাকাতির স্বীকার তৌহিদুল ইসলাম জানান, এদিন রাতে নতুন মসজিদ এলাকায় গাড়ি রেখে বাসায় ফিরছিলাম। এসময় ৪ জন ডাকাত সেগুন বাগিচা সড়কে অবস্থান নেয়। এর পর ফিল্মি কায়দায় পুলিশ পরিচয় দিয়ে অস্ত্রের মুখে আমাদের দু’জনকে জিম্মি করে ফেলে।
এসময় তারা চড় থাপ্পড় দিয়ে নগদ টাকা, তিনটি দামী মোবাইল ফোন লুটে নেয়। এ ঘটনায় চকরিয়া থানায় মঙ্গলবার বিকেলে সাধারন ডায়রী (জিডি) করা হয়েছে।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শাকের মুহাম্মদ জুবায়ের সাধারন ডায়রীর কথা স্বীকার করে এ ঘটনায় আইনী প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানান।