রেজা শাহীন:
এই সময়ের জনপ্রিয় অভিনেতা জামশেদ শামীম। ইতোমধ্যে নিজের কাজ দিয়ে প্রশংসিত হয়েছেন। ওয়েবফীল্ম ‘ট্রল এবং জানেয়ার সিনেমায় অভিনয় করে আলোচিত হয়েছেন এই তরুণ অভিনেতা। ‘কথা দিলাম’ নামে নতুন একটি সিনেমায় দেখা যাবে তাকে।
জসীম উদ্দীন আকাশের কাহিনি অবলম্বনে পূর্ণদৈর্ঘ্য বাংলা চলচ্চিত্র ‘কথা দিলাম’ সিনেমাটি পরিচালনা করবেন ইভান মল্লিক। কেন্দ্রীয় চরিত্র অভিনয় করবেন জামশেদ শামীম, এস কে তৃষ্ণা, সমু চৌধুরী, জ্যাকি আলমগীর, কাজল, শেখ স্বপ্না, পরাগ বিশ্বাস, স্নিগ্ধা হোসেন, আঁখিসহ আরও অনেকই।
জামশেদ শামীম বলেন, ‘গ্রামবাংলার প্রেক্ষাপটে সম্পূর্ণ মৌলিক গল্প অবলম্বনে নির্মিত হবে এটি। আশা করছি, নতুন জুটিকে সবাই সাদরে গ্রহণ করবেন।
’গত ৩ জুন ২০২১ ‘কথা দিলাম’ সিনেমার মহরত অনুষ্ঠিত হয় রাজধানীর একটি রেস্টুরেন্টে। এ সময় সিনেমার কলা কৌশুলীরা উপস্থিত ছিলেন।