মুহা. জহিরুল ইসলাম অসীম:
নেত্রকোনার কলমাকান্দায় বেদে জনগোষ্ঠীর মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করলেন জেলা প্রশাসক কাজি মো: আবদুর রহমান।
বৃহস্পতিরবার দুপুরে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মানবিক সহায়তার কর্মসূচির আওতায় উপজেলা সদরের ডুয়ারিয়াকোনার ভাসমান বেদেদের মাঝে এ ত্রান সামগ্রী দেন জেলা প্রশাসক।
এর আগে সকালে জেলা প্রশাসকের উপস্থিতিতে উপজেলার নাজিরপুর ইউনিয়নের নলছাপ্রা গ্রামে গৃহহীন সানোয়ার হোসেন কে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার সেমিপাকা ঘর বুঝিয়ে দেওয়া হয়।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল খালেক তালুকদার, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সোহেল রানা, সহকারী কমিশনার ভূমি অমিত রায়, কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এটিএম মাহমুদুল হক সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।