মাহবুবুর রহমান :
কোভিড-১৯ পরিস্থিতি নিয়ন্ত্রণে জেলা করোনাভাইরাস প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার দুপুরে নোয়াখালী জেলা প্রশাসক কার্যালয়ের অডিটোরিয়ামে জেলা প্রশাসক খোরশেদ আলম খানের সভাপতিত্বে জেলা করোনাভাইরাস প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত হয়।
সভায় গত কয়েক সপ্তাহে নোয়াখালী জেলাতে করোনা ভাইরাস সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় নোয়াখালী জেলা করোনাভাইরাস প্রতিরোধ কমিটির সভায় আগামী ৫ জুন শনিবার সকাল ৬টা থেকে ১১ই জুন রাত ১২ টা পর্যন্ত লকডাউন ঘোষণা করা হয়। অনুষ্ঠানের লকডাউন ঘোষণা করেন নোয়াখালী জেলা প্রশাসক খোরশেদ আলম খান। এলাকাগুলো হলো সদর উপজেলার ৬টি ইউনিয়ন ও নোয়াখালী পৌরসভার সব কয়টি ওয়ার্ড। ইউনিয়ন গুলো হলো ৩নং নোয়ান্নই, ৪নং কাদির হানিফ, ৫ নং বিনোদপুর,৬ নং নোয়াখালী, ১০ নং অশ্বদিয়া ও ১১ নং নেয়াজপুর।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পরিকল্পনা মন্ত্রণালয়ের বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের সচিব প্রদীপ রঞ্জন চক্রবর্তী, জেলা পুলিশ সুপার মো আলমগীর হোসেন, জেলা সিভিল সার্জন মাসুম ইফতেখার, উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম শামসুউদ্দিন জেহান,অতিরিক্ত জেলা প্রশাসক ইসরাত সাদমীন সহ প্রশাসন ও রাজনীতির বিভিন্ন ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।