1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
প্রবাসী নিরাপত্তা আইন প্রণয়ন ও বাস্তবায়নের দাবি জানিয়েছে প্রবাসী অধিকার পরিষদের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সিফাত নুর - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ১৫ মার্চ ২০২৫, ০২:২৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
মাগুরায় জেলা প্রসক্লাবের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত সৈয়দপুরে ব্যবসায়ীদের সম্মানে জামায়াতের ইফতার মাহফিল মাগুরার আলোচিত আছিয়ার বাড়িতে আমীরে জামায়াতের আগমন উপলক্ষে জেলা জামায়াতের প্রস্ততি সভা মাগুরায় আলোচিত আছিয়ার ২য় দফা জানাযা শেষে দাফন সম্পন্ন। ধর্ষিতার বাড়ীতে আগুন! তিতাসে ব্যবসায়ীদের সংগঠন আই.বি.ডব্লিউ.এফ-এর ইফতার মাহফিল আলোচিত মাগুরার শিশু আছিয়ার বাড়িতে শোকের মাতম! ঝুঁকিপুর্ণ সাংবাদিকতা পেশায় সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহবান খাগড়াছড়ির গুইমারা বাজারে সপ্তাহে দুই দিন বসে কলার বৃহৎ হাট ছাত্র জনতার তোপের মুখে পালিয়ে যাওয়া ঢাকা মিরপুর ল কলেজের সাবেক অধ্যক্ষ আলাউদ্দিনের কটূক্তির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত মাগুরায় জামায়াতে ইসলামীর কর্মী সমাবেশ অনুষ্ঠিত

প্রবাসী নিরাপত্তা আইন প্রণয়ন ও বাস্তবায়নের দাবি জানিয়েছে প্রবাসী অধিকার পরিষদের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সিফাত নুর

কাতার প্রতিনিধিঃ মোঃ আরাফাত হোসাইন

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৭ জুন, ২০২১
  • ২৮৯ বার

বিশ্বের বিভিন্ন দেশে ছরিয়ে ছিটিয়ে আছে ১ কোটি ২০ লাখ প্রবাসী। যারা প্রতিনিয়ত দেশকে তাদের রক্তে উপার্জিত রেমিট্যান্স দিয়ে দেশের অর্থনীতির কাটাকে উর্ধমুখি করে রেখেছেন। বর্তমান করোনা মহামারির সময়েও রেমিট্যান্স প্রবাহ ছিলো রেকর্ড সমান। প্রবাসের মাটিতে দেশের জন্য যুদ্ধ করা এ অকুতোভয় সৈনিক যখন নিজের দেশেই হামলা মামলা এমনকি হত্যার শিকার হন আমি একজন প্রবাসী হিসেবে কখনওই তা মেনে নিতে পারি না।

সন্তান পৃথিবীর যে কোন প্রান্তেই থাকুক না কেন তার কাছে সবচেয়ে নিরাপদ স্থান হলো তার মায়ের কোল। আরও একজন প্রবাসী বিশ্বের যে প্রান্তেই থাকুক না কেন, তার কাছে সবচেয়ে নিরাপদ স্থান হওয়া উচিত ছিলো তার মাতৃভূমি। অথচ বিগত দিন গুলোতে বহু প্রবাসীর উপর হামলা করে তাদের অাহত করা হয়েছে। এদের মধ্যে অনেকে নাম লিখিয়েছেন মৃতের খাতায়। কিন্তু তাদের এ হামলা বা হত্যার কোন বিচার হয় নি। শুধু প্রবাসীই নয়, প্রবাসীদের পরিবারের উপর সামাজিক ভাবে যে অন্যায় করা হয় তারও হিসেব নেই। প্রবাসীদের পরিবারের উপর হামলা বা অত্যাচার বাংলাদেশের প্রেক্ষাপটে নতুন কিছু নয়। এসব অন্যায় রুখে দিতে প্রয়োজন নতুন একটি আইন ও তার সঠিক প্রয়োগ। প্রবাসীদের নিরাপত্তার সার্থে ” প্রবাসী নিরাপত্তা আইন ” প্রণয়ন খুবই জরুরি। এবং এ আইনের কার্যকারিতা দ্রুত করা উচিত।

কারণ একজন প্রবাসী যখন হামলার স্বীকার হন তখন তিনি আইনের সহায়তা নিতে গেলে লম্বা সময় অপেক্ষা করতে হয় মামলার শুনানির জন্য। যা একজন প্রবাসীর জন্য কখনওই সম্ভবপর নয়। কেননা তাদের ছুটির সময় সীমা খুবই কম। তাই “প্রবাসী নিরাপত্তা আইন” প্রণয়ন করে তার প্রয়োগের সময়সীমা দ্রুত করা উচিত মনে করি। এদিকে এ আইনে প্রবাসী ও প্রবাসীদের পরিবারের অর্থ সামাজিক নিরাপত্তা নিশ্চিত করনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করি।
বাংলাদেশী রেমিট্যান্স যোদ্ধাদের নিরাপত্তা নিশ্চিত করনে দেশের নীতিনির্ধারকদের নিকট ” প্রবাসী নিরাপত্তা আইন ” প্রণয়ন ও বাস্তবায়নের দাবি জানাই বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদ কেন্দ্রীয় সংসদ সাংগঠনিক সম্পাদক সিফাত নুর

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2023 TechPeon.Com
ডেভলপ ও কারিগরী সহায়তায় টেকপিয়ন.কম