1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
রামগড়ে পাহাড়িয়া সোসাইটি পর্যটন সেবা কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ০৪ জানুয়ারী ২০২৫, ০৮:২৩ পূর্বাহ্ন

রামগড়ে পাহাড়িয়া সোসাইটি পর্যটন সেবা কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন

রামগড় (খাগড়াছড়ি) প্রতিনিধি:
  • আপডেট টাইম : শনিবার, ২৬ জুন, ২০২১
  • ৩২৯ বার

নিরাপদ ফল, ফসল, মৎস্য উৎপাদন বৃদ্ধি ও প্রাণীকুল পরিবেশ বান্ধব পর্যটন গড়ার লক্ষে স্বেচ্ছাসেবী সংস্থা পাহাড়িয়া সোসাইটির উদ্যোগে পর্যটক সেবা কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়।

শনিবার বেলা ১২টায় রামগড় উপজেলার পাতাছড়া ইউপির পাকলাপাড়া এলাকায় সংগঠনটির নিজস্ব জায়গায় পর্যটন সেবা কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক কাজী নুরুল আলম আলমগীর।

পাহাড়িয়া সোসাইটির চেয়ারম্যান সাংবাদিক মোশারফ হোসেন বলেন, পর্যটন এলাকা খাগড়াছড়িতে ঘুরতে আসা পর্যটকদের যাত্রাপথে বিভিন্ন সেবা দেয়ার লক্ষে সেবাকেন্দ্রটি স্থাপন করা হচ্ছে। এছাড়া নিরাপদ খাদ্য, পরিবেশ, জলবায়ু বিষয়ে পর্যটকদের মাঝে জনসচেনতা সৃষ্টি করতে কাজ করবে সংগঠনটি।

রামগড়-খাগড়াছড়ি সড়কের পাশে মনোরম পরিবেশে পর্যটক সেবা কেন্দ্রটি হলে পর্যটকদের সেবার পাশাপাশি স্থানিয়রা তাদের উৎপাদিত পণ্য বাজারজাত করে অর্থনৈতিকভাবে স্বাবলম্বি হবে বলে মনে করছেন এলাকাবাসী। পরে স্থানীয় কৃষকদের মাঝে বিভিন্ন ফল ও সবজীর বীজ বিতরন করেন আমন্ত্রীত অতিথিরা।

ভিত্তিপ্রস্তর অনুষ্ঠানে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারন সম্পাদক সাংবাদিক মো: নিজাম উদ্দিন, পাহাড়িয়া সোসাইটির নির্বাহী পরিচালক শেখ মহিউদ্দিন, পরিচালক (অর্থ) রিয়াজ উদ্দিন রনি, উপজেলা ক্রীড়া সংস্থার যুগ্ন সম্পাদক মো: মাসুদ রানা, সাংবাদিক সাইফুল ইসলাম, সাংবাদিক জহিরুল ইসলামসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2023 TechPeon.Com
ডেভলপ ও কারিগরী সহায়তায় টেকপিয়ন.কম