নইন আবু নাঈমঃ
বাগেরহাটের শরণখোলায় বজ্রপাতে মো. আবু বকর খান (২৬) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। মর্মান্তিক ঘটনাটি ঘটে শুক্রবার (৪জুন) বিকেল সাড়ে চারটার দিকে উপজেলার রায়েন্দা ইউনিয়নের দক্ষিণ রাজাপুর গ্রামে। নিহত যুবক ওই গ্রামের বাবুল খানের ছেলে।
স্থানীয় ইউপি সদস্য মো. রুহুল আমিন জানান, বিকেলে তুমুল বৃষ্টি আর গর্জন শুরু হয়। এসময় আবু বকর গরু খুঁজতে মাঠে গেলে বজ্রপাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।