করোনা মোকাবেলায় জনসচেতনতায কাজ করে যাচ্ছে নরসিংদী জেলার বিঞ্জ জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসক আবু নইম মোহাম্মদ মারুফ খান।
সারা দেশে করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউ এর প্রকোপ দ্রুত গতিতে বেড়ে যাওয়ায় করোনা ভাইরাস থেকে রক্ষা পেতে জেলা প্রশাসনের উদ্যোগে নরসিংদী শহরের ইনডেস্কে প্লাজা থেকে পৌরসভা পর্যন্ত জনসচেতনতা মূলক লিফলেট, মাস্ক, ও হ্যান্ড স্যানেটাইজার বিতরণ করেন সুযোগ্য জেলা প্রশাসক আবু নইম মোহাম্মদ মারুফ খান এ সময় তিনি বলেন করোনাকে ভয় নয় জয় করুন, সামাজিক দূরত্ব মেনে চলুন, নিয়মিত মাস্ক ব্যবহার করুন,সকল প্রকার জনসমাবেশ থেকে দূরে থাকুন, আপনি সুস্থ থাকুন, আপনার পরিবার, ওপ্রতিবেশি কে সুস্থ রাখুন,মাস্ক ছাড়া কাউকে রাস্তায় পেলে আমরা আইনের আওতায় আনতে বাধ্য হবো। নিজে সচেতন হউন অন্যকে সচেতন করুন এ সময় উপস্থিত ছিলেন, নরসিংদী প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মাজহার পারভেজ মন্টি, (বাংলা ভিশন) সিনিয়র সাংবাদিক বেনুজীর আহমেদ বেনু (এটিএন বাংলা), বদরুল আমিন চৌধুরী (মাছরাঙ্গা), সঞ্জিত সাহা (বাংলাদেশ প্রতিদিন) বিশ্ব নাথ পাল (দৈনিক করতোয়া) সফিকুল ইসলাম রিপন (দৈনিক স্বাধীন সংবাদ ও শ্যামল বাংলা) সুমন রায় (চ্যানেল আই) আইয়ূব খান সরকার (যমুনা টেলিভিশন) সহ আরো অনেকে