শুক্রবার(২৫-০৬-২০২১) বাদ মাগরিব বাংলাদেশ লেখক-সাংবাদিক অ্যাসোসিয়েশন কাতারের আয়োজনে কাতার থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল আওয়ার কণ্ঠের তৃতীয় প্রতিষ্ঠা বার্ষিকী মারহাবা রেস্টুরেন্টে জাঁকজমক ভাবে উদযাপিত হয়েছে।
বাংলাদেশ লেখক সাংবাদিক অ্যাসোসিয়েশন কাতার এর যুগ্ম-সাধারণ সম্পাদক ও আওয়ার কণ্ঠের সহকারী সম্পাদক সি.এম. হাসানের সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন আওয়ার কণ্ঠের কাতার প্রতিনিধি কে.এম সুহেল আহমেদ।
সংগঠনের সভাপতি ও এনটিভির কাতার প্রতিনিধি অধ্যাপক আমিনুল হক এর সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কমিউনিটির সম্মানিত সভাপতি ইঞ্জিনিয়ার আনোয়ার হোসেন আকন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রবাসী কল্যাণ ঐক্য পরিষদের সভাপতি জসিম উদ্দিন দুলাল, কাতার বাংলাদেশ কমিউনিটির সহ-সভাপতি শফিকুল ইসলাম তালুকদার বাবু, ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রবাসী কল্যাণ ঐক্য পরিষদের প্রধান উপদেষ্টা নজরুল ইসলাম ভূঁইয়া,জালালাবাদ অ্যাসোসিয়েশন কাতারের সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান চৌধুরী,আল নূর কালচারাল সেন্টারের নির্বাহী পরিচালক মাওলানা ইউসুফ নূর, বাংলাদেশ স্কুল এন্ড কলেজের শিক্ষক মোহাম্মদ তাফসির উদ্দিন, নুজুম গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর মাওলানা চৌধুরী হাসান মাহমুদ, খান গ্রুপের চেয়ারম্যান শাহ-আলম খান, ব্রাহ্মণবাড়িয়ার তরুণ ক্রীড়া সংগঠক মোল্লা রাজ রাজিব,জনাব আহসান উল্লাহ (হাসান),জনাব আল-আমিন খান, মাওলানা হাফিজুর রহমান নাহিদ ও জনাব শওকত আলী।
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, উমর ফারুক রাজিব,আমিনুল ইসলাম সুমন, সাংবাদিক জয়নাল আবেদীন আজাদ,আবুল কালাম ফয়সাল,হাফিজুর রহমান আলিমসহ প্রবাসী বাংলাদেশিরা।
স্বাগত বক্তব্যে আওয়ার কণ্ঠের প্রতিষ্ঠাতা সম্পাদক নুরে আলম জাহাঙ্গীর তৃতীয় প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন অনুষ্ঠানে সবাইকে সাধুবাদ জানান এবং আওয়ার কণ্ঠকে এগিয়ে নিতে বাংলাদেশ কমিউনিটির সহযোগিতা কামনা করেন।
অনুষ্ঠানে বিশেষ ক্ষেত্রে অবদানের জন্য ১৫ জন সাংবাদিক ও সামাজিক কর্মীকে সম্মাননা স্মারক ক্রেস্ট প্রদান করা হয়।
শেষে দেশ-জাতির সমৃদ্ধি ও আওয়ার কন্ঠ পএিকার উত্তরোত্তর সাফল্য কামনা করে দোয়া মোনাজাত পরিচালনা করেন মাওলানা ইউসুফ নূর সাহেব।