কিশোরগঞ্জ জেলায় এক দিনে সর্বোচ্চ ৬৭ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় বর্তমানে করোনা রোগীর সংখ্যা ৪৫২। শুরু থেকে এ পর্যন্ত করোনা আক্রান্তের সংখ্যা প্রায় সাড়ে পাঁচ হাজার।
শুক্রবার (২৫ জুন) জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্রে এ তথ্য জানা যায়।
জেলা স্বাস্থ্য বিভাগ জানায়, জেলায় নতুন করে সংক্রমিত হওয়া ৬৭ জনের মধ্যে কিশোরগঞ্জ সদর উপজেলায় ৫৩ জন রয়েছেন। করোনায় এ পর্যন্ত জেলায় ৮৭ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে কিশোরগঞ্জ সদর উপজেলায় মারা গেছেন ৩২ জন।
জেলা সিভিল সার্জন মো. মুজিবুর রহমান জানান, জেলায় এ পর্যন্ত ৫ হাজার ৪৫৪ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে ৮৭ জন মারা গেছেন। সুস্থ হয়েছেন ৪ হাজার ৯১৫ জন। বর্তমানে জেলায় করোনা রোগীর সংখ্যা ৪৫২ জন। এর মধ্যে ৩২ জন হাসপাতালে ও ৪২০ জন হোম আইসোলেশনে আছেন।