আবদুল আলী, গুইমারা খাগড়াছড়ি।
গুইমারা উপজেলায় কৃষি খাতে বিশেষ প্রণোদনামূলক পুনঃ অর্থায়ন স্কীম এর আওতায় মৌসুম ভিত্তিক ফল চাষের জন্য দুইজন কৃষককে ১ লক্ষ করে ২ লক্ষ টাকা প্রণোদনা ঋন দেয়া হয়েছে। খাগড়াছড়ি পার্বত্য জেলার জেলা প্রশাসক প্রতাপ চন্দ্র বিশ্বাসের হস্তক্ষেপে এ ঋণ বিতরণের মাধ্যমে গুইমারা উপজেলায় প্রথমবারের মত কৃষি ঋণ সংক্রান্ত কার্যক্রম শুরু হয়েছে। ২৩ জুন বুধবার দুপুরে গুইমারা উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে ঋন কার্যক্রমের উদ্ভোধন করেন গুইমারা উপজেলা নির্বাহী অফিসার তুষার আহমেদ।
এ সময় উপস্থিত ছিলেন গুইমারা সোনালী ব্যাংকের শাখা ব্যাবস্হাপক সনজিৎ কুমার নাথ, গুইমারা সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবলু হোসেন। প্রথম পর্যায়ে গুইমারা উপজেলার বড়পিলাক গ্রামের মৌসুমী ফল চাষী মুক্তিযোদ্ধা শাহ আলম ও হাফছড়ি গ্রামের মৌসুমী ফল চাষী আতিউর রহমানকে ১ লক্ষ টাকা করে ঋন দিয়ে উদ্ভোধন করা হলো। কৃষিঋন চালুর বিষয় জানতে চাইলে গুইমারা উপজেলা নির্বাহী অফিসার তুষার আহমেদ এবং গুইমারা সোনালী ব্যাংকের ব্যাবস্হাপক সনজিৎ কুমার নাথ জানান এখন থেকে ৪% সুদে এ প্রণোদনার ঋন গ্রহণ করতে পারবেন গুইমারা উপজেলার কৃষকেরা। উল্লেখ্য মৌসুম ভিত্তিক ফল চাষ, মৎস চাষ, পোল্ট্রি, ডেইরি সেক্টরের উদ্যোক্তাগণকে এ স্কীমের আওতায় বিবেচনা করা হবে।