কুমিল্লার চৌদ্দগ্রামে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের মুন্সিরহাট ইউনিয়ন কর্মী সম্মেলন ও আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার (২৫ জুন) বিকেলে উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের মুন্সিরহাট বাজারে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চৌদ্দগ্রাম উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক গিয়াস উদ্দিন। সম্মেলনে প্রধান বক্তা ছিলেন চৌদ্দগ্রাম উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মো: খোরশেদ আলম।
মুন্সিরহাট ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল নেতা মো: সফিকুল ইসলাম মজুমদারের সভাপতিত্বে ও মুন্সিরহাট ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল নেতা মো: নাছির উদ্দিনের সঞ্চালনায় সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন মুন্সিরহাট ইউনিয়ন বিএনপির সভাপতি হাজী মো: আবুল কালাম, মুন্সিরহাট ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি মো: মাহবুবুর রহমান, মুন্সিরহাট ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো: হারুনুর রশিদ, চৌদ্দগ্রাম উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মো: আনোয়ার হোসেন ডেবিড, চৌদ্দগ্রাম উপজেলা তাঁতিদলের সাধারণ সম্পাদক মো: মামুনুর রশিদ দাউদ, উপজেলা মৎস্যজীবী দলের সদস্য সচিব মো: আব্দুর রাজ্জাক, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-আহবায়ক মো: কবির হোসেন।
সম্মেলনে আরো বক্তব্য রাখেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক মো: মোজাম্মেল হক মাসুম, মো: মোস্তাক আহম্মেদ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য মো: কামাল হোসেন, ডা: মো: শাহাজালাল, মুন্সিরহাট ইউনিয়নের যুব নেতা মোশারফ হোসেন, উজিরপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল নেতা মো: শামীম আকবর প্রমুখ।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মুন্সিরহাট ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি মো: জসিম উদ্দিন, সহ-সভাপতি মো: শাহআলম মেম্বার, প্রচার সম্পাদক কাজী মো: রিপন মিয়া, চৌদ্দগ্রাম উপজেলা যুবদলের সহ-সভাপতি মো: রফিকুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য মো: সেলিম, মুন্সিরহাট ইউনিয়ন বিএনপির সদস্য মো: শাহাদাৎ, মো: মিলন, মুন্সিরহাট ইউনিয়ন যুবদলের কারা নির্যাতিত নেতা মো: জাফর আহম্মেদ, যুবদল নেতা মো: আব্দুর রাজ্জাক, মো: মফিজ, কাশিনগর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক মো: আব্দুস সাত্তার, সদস্য মো: খলিল সর্দার, মুন্সিরহাট ইউনিয়ন ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল নেতা মো: সোহেল খান, মো: সুজন, মো: শাহিন, মো: দিপু, মুন্সিরহাট ইউনিয়ন ছাত্রদল নেতা মো: রবিন, মো: আশিক, মো: শরীফ, মো: নাঈম, ছাত্র পরিষদ নেতা মো: আসিফসহ মুন্সিরহাট ইউনিয়ন বিএনপি, স্বেচ্ছাসেবক দল, যুবদল, ছাত্রদল সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
সম্মেলনে সর্বসম্মতিক্রমে মো: সফিকুল ইসলাম মজুমদারকে আহবায়ক, মো: নাছির উদ্দিনকে ১নং যুগ্ম আহবায়ক ও মো: আবুল বাশারকে ২নং যুগ্ম আহবায়ক করে ২১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি ঘোষণা করা হয়। আহবায়ক কমিটিকে দ্রুততম সময়ের মধ্যে ওয়ার্ড সম্মেলনের মাধ্যমে পূর্ণাঙ্গ ইউনিয়ন কমিটি গঠন করার নির্দেশনা দেওয়া হয়।