কুমিল্লার চৌদ্দগ্রামে কেট কেটে ও আলোচনা সভার মাধ্যমে দৈনিক যায়যায়দিনের ১৬তম প্রতিষ্ঠা বার্র্ষিকী উদযাপন করা হয়েছে। মঙ্গলবার (২৯ জুন) সকালে উপজেলার চৌদ্দগ্রাম বাজারস্থ একটি হলরুমে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপি’র সদস্য এডভোকেট হুমায়ুন কবির পাটোয়ারী।
যায়যায়দিন ফ্রেন্ডস্ ফোরাম চৌদ্দগ্রাম উপজেলা শাখার উপদেষ্টা ও দৈনিক যায়যায়দিন এর চৌদ্দগ্রাম উপজেলা প্রতিনিধি সাংবাদিক মো: বেলাল হোসাইনের সভাপতিত্বে ও ফ্রেন্ডস্ ফোরামের সাংগঠনিক সম্পাদক মো: ফাহাদ আহমেদ পাটোয়ারীর সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন সাংবাদিক হাসান মুহাম্মদ জহির, মো: মনোয়ার হোসেন, কামাল হোসেন নয়ন, আনিসুর রহমান, মুহা. ফখরুদ্দীন ইমন, শাহিন আলম, জহিরুল ইসলাম সুমন, খোরশেদ আলম, মাস্টার শাহজাহান প্রমুখ।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ফ্রেন্ডস্ ফোরামের সদস্য নাজমুল আমিন রনি, আতিকুর রহমান, আব্দুল্লাহ্ আল নোমান, ইমরান হোসেন সৈকত, জাহিদ হাসান, রাকিবুল ইসলাম সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।