লাভলু শেখ, স্টাফ রিপোর্টার লালমনিরহাট
ভারী বর্ষন ও উজান থেকে নেমে আসা পাহাড়ী ঢলে লালমনিরহাটে তিস্তা ও ধরলার পানি বৃদ্ধি এবং কয়েকটি এলাকায় নদী ভাঙ্গন দেখা দিয়েছে। হাতীবান্ধা উপজেলার দোয়ানীতে অবস্থিত বৃহত্তর সেচ প্রকল্প তিস্তা ব্যারেজ পয়েন্টে স্বাভাবিক অবস্থানে রয়েছে পানি।
অপরদিকে গত শুক্রবার থেকে ভারী বষন ও পাহাড়ীঢলে তিস্তা ও ধরলা নদীর পানি বৃদ্ধি পায় এবং সাথে নদী ভাঙ্গন দেখা দিয়েছে। লালমনিরহাট সদর উপজেলার চরগোকুন্ডা ও মোগলহাটের কিছু এলাকায় নদী ভাঙ্গন দেখা দিয়েছে। এছাড়া হাতীবান্ধা উপজেলার চর ও নিজ গড্ডিমারী চর ও উত্তর দক্ষিণ ধুবনী , সিন্দুর্ণা উত্তর দক্ষিণ ও চর সিন্দুর্ণা হলদীবাড়ি, উত্তর দক্ষিণ পারুলিয়া ও পশ্চিম হলদীবাড়ি ,ডাউয়াবাড়ি পূর্ব ও পশ্চিম ডাউয়াবাড়ি এবং কিশামত নোহালী সহ তিস্তা নদী কবলিত এলাকায় পানি বৃদ্ধি পেয়েছে। এছাড়া কিছু এলাকায় ভাঙ্গন দেখা দিয়েছে।
লালমনিরহাট জেলা এান অফিস জানান, তিস্তা ও ধরলার পানি স্বাভাবিক রয়েছে। পানি বন্দী কোন পরিবার নেই।