আরিফুর রহমান দিলু
দক্ষিণ আফ্রিকায় গত ৬ মাস পর আজ বুধবার সর্বোচ্ছ করোনা সনাক্ত হয়েছে। দেশটিতে আজ বুধবার ২৪ ঘন্টার ব্যবধানে নতুন করোনা আক্রান্ত হয়েছে ১৭৪৯৩ জন।এর মধ্যে শুধু হাউটেং(জোহানেসবার্গ) প্রদেশে সনাক্ত হয়েছে ১০৮০৬ জন।সারাদেশে আজ মৃত্যু হয়েছে ১৬৬ জন।বর্তমানে দেশটিতে সংক্রমণ ২৪.৯ শতাংশ।
চলতি বছরের ১৪ জানুয়ারিতে সর্বোচ্ছ সনাক্ত ছিলো ৮৫০৩ জন।৬ মাস পর আজ বুধবার ১৭ হাজার সনাক্তের মাধ্যমে সেই রেকর্ড ভেঙ্গেছে।করোনা
বুধবার ন্যাশনাল ইনস্টিটিউট ফর কমিউনিকেশন ডিজিজ (এনআইসিডি) দ্বারা প্রদত্ত পরিসংখ্যান অনুসারে,আজকের সর্বশেষ করোনা সংক্রমণের এই ভয়াবহতা জানাযায়।
এনআইসিডির ভারপ্রাপ্ত নির্বাহী পরিচালক প্রফেসর ডাঃ অ্যাড্রিয়ান পুরেন বলেছেন,রাস্ট্রর করোনার তৃতীয় সংক্রমণ মোকাবিলা করতে হলে কঠোর লকডাউন দিতে হবে জনগণকে কঠোর স্বাস্থ্য বিধি মেনে চলতে হবে