কাজী কামাল হোসেন, ব্যুরো প্রধান,রাজশাহী
নওগাঁ জেলায় গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে নতুন করে আরও ৩ জনের মৃত্যু হয়েছে। এ সময় নতুন ২৪১ নমুনার বিপরীতে ৫৪ জনের করোনা শনাক্ত হয়েছে। র্যাপিট এন্টিজেন পরীক্ষায় ২৪০ জনের বিপরীতে ৫৩ জন এবং আরটি-পিসিআর থেকে এক জনের নমুনার বিপরীতে এক জনের দেহে করোনা শনাক্ত হয়েছে বলে জানিয়েছে জেলা স্বাস্থ্য বিভাগ।
নওগাঁ জেলা সিভিল সার্জন ডা. এবিএম আবু হানিফ জানান, নতুন ৫৪ জনের করোনা শনাক্ত হওয়ায় জেলায় মোট ৩ হাজার ৬১৬ জনের করোনা পজেটিভ এসেছে। নতুন শনাক্তের হার ২২.৪ শতাংশ। গত ২৪ ঘণ্টায় জেলায় নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে জেলার নিয়ামতপুর উপজেলার ২ জনের এবং মহাদেবপুর উপজেলার ১ জনের মৃত্যু হওয়ায় জেলায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মোট মৃতের সংখ্যা ৬৪ জনে।
করোনার সংক্রমণ রোধে চলতি মাসের ৩ জুন থেকে নওগাঁ জেলার ৩টি উপজেলায় সপ্তাহব্যাপী লকডাউন ঘোষণা করা হয়। এই লকডাউন শেষে পরে পুরো জেলায় বিশেষ বিধিনিষেধ আরোপ করা হয়। করোনার সংক্রমণ ঠেকাতে নওগাঁয় এখনো এই বিশেষ বিধিনিষেধ চলমান রয়েছে।