রামগড় (খাগড়াছড়ি) প্রতিনিধি:
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে দেশে ৫৩ হাজার ৩শত ৪০টি পরিবারের মাঝে জমি ও ঘর প্রদান করেন। এরমধ্যে রবিবার রামগড় উপজেলা অডিটোরিয়ামে উপজেলার ভুমিহীন ও গৃহহীন ৯১টি পরিবারকে জমি ও ঘরের চাবি হস্তান্তর করেন অনুষ্ঠানের প্রধান অতিথি খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী অপু।
দেশের সকল জেলায় একযোগে এ কার্যক্রম উৎসাহ উদ্দীপনার মধ্যে পালিত হলেও রামগড় উপজেলা ছিল ব্যতিক্রম। উপজেলা টাউন হলের মধ্যে আয়োজিত অনুষ্ঠানের খবর উপজেলার বেশিরভাগ সাংবাদকর্মীকে জানানো হয়নি। ফলে সরকারের সাফল্যজনিত এধরনের সংবাদ প্রচারে দ্বিধাদ্বন্দ্ধে পড়তে হয়েছে সংবাদকর্মীদের।
সংবাদকর্মীরা জানান, সরকারের অনেক কর্মসূচীর বিষয়ে পিআইও অফিস থেকে বেশিরভাগ সংবাদকর্মীকে জানানো হয়না। তাদের অনেকে মনে করেন প্রকল্পের ১ম পর্যায়ের ঘরের ফাটলের ছবি সংগ্রহ করায় এবং প্রকল্পের বিষয়ে খোঁজখবর নেয়ায় সাংবাদিকদের আড়ালে রাখতে চাইছেন প্রকল্প সচিব পিআইও কর্মকর্তা মো: মনসুর আলী। অধিকাংশ সাংবাদিককে না জানানোর বিষয়ে সত্যতা নিশ্চিত করেছেন রামগড় প্রেস ক্লাবের সভাপতি দৈনিক কালের কন্ঠের প্রতিনিধি শ্যামল রুদ্র ও রামগড় উপজেলা প্রেস ক্লাবের সভাপতি দৈনিক যুগান্তরের প্রতিনিধি মো: নিজাম উদ্দিন।
প্রকল্পের সদস্য সচিব ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো: মনসুর আলীর কাছে মুঠোফোনে সরকারের অগ্রাধীকারমূলক প্রকল্পের প্রচার বিমূখ সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, অনুষ্ঠানের আয়োজক উপজেলা প্রশাসন। প্রথম পর্যায়ের ঘর ফাটলের ব্যাপারে জানতে চাইলে তিনি অফিসে যাওয়ার জন্য বলেন।