লাভলু শেখ স্টাফ রিপোর্টার লালমনিরহাট
লালমনিরহাট জেলার ৫ টি উপজেলার ৪৫ টি ইউনিয়নে প্রায় ২৪ কোটি টাকা বরাদ্দে গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ প্রকল্প (টিআর) ও গ্রামীণ অবকাঠামো সংস্কার প্রকল্প (কাবিটা) উন্নয়ন প্রকল্পের আওতায় কাজ সমাপ্ত।
লালমনিরহাট জেলা এান অফিস সোমবার জানান, জেলার ৫ টি উপজেলার ৪৫ টি ইউনিয়নে ২৩ কোটি ৮৭ লাখ ৮৫ হাজার ৯৮৩ টাকার কাজ সংশ্লিষ্ট উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার মাধ্যমে জেলার বিভিন্ন এলাকায় উন্নয়ন কাজ ইতোমধ্যে সমাপ্ত হয়েছে। তাদের দাবী এসকল কাজে কোন অনিয়ম হয়নি৷এসব বরাদ্দে লালমনিরহাট এর ৩ জন এম পিরও বিশেষ বরাদ্দ ছিল। জেলার বিভিন্ন রাস্তা, শিক্ষাপ্রতিষ্ঠান, মসজিদ ও মন্দিরে সংস্কার কাজ করা হয়েছে।
লালমনিরহাট সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মশিউর রহমান জানান, টিআর ও কাবিটা বরাদ্দে উন্নয়ন কাজ ইতোমধ্যে সমাপ্ত হয়েছে। এসব উন্নয়নের মধ্যে রয়েছে রাস্তা সংস্কার/মেরামত, শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠান।
লালমনিরহাট জেলা এান অফিস জানান,এসব বরাদ্দের মধ্যে লালমনিরহাট সদর উপজেলায় এমপির বিশেষ বরাদ্দসহ মোট ৫ কোটি ৮৫ লক্ষ ৫ হাজার ৫শত ৩৫ টাকা, আদিতমারী উপজেলায় ৩ কোটি ৯৭ লাখ ৮৫ হাজার ৬৭০ হাতীবান্ধা উপজেলায় ৪কোটি ৮০ লাখ ৫৭ হাজার ১১৯ এবং পাটগ্রাম ও কালিগন্জ উপজেলায় প্রায় ৯ কোটি টাকার কাজ শেষ পযার্য়ে।