বান্দরবানের রোয়াংছড়ির তুলাছড়ির রায়চন্দ্র পাড়া জামে মসজিদের ইমাম নও মুসলিম ওমর ফারুককে ব্রাশ ফায়ারে হত্যার বিচার দাবিতে খাগড়াছড়ি ক্বওমী মাদরাসা ওলামা ঐক্য পরিষদ ও ক্বওমী মাদরাসা শিক্ষা বোর্ড এবং জালিয়াপাড়া সর্বস্তরের তৌহিদী জনতার উদ্যোগে জালিয়াপাড়া মসজিদের সামনে জুমার নামাজ শেষে চৌরাস্তায় জালিয়াপাড়া কেন্দ্রিয় জামে মসজিদের ইমাম মুফতি মাওলানা নোমানের সভাপতিত্বে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। ঘন্টব্যাপী মানববন্ধনে বক্তব্য রাখেন জালিয়াপাড়া এলাকার বিশিষ্ট ব্যাক্তিত্ব শেখ হাফিজুর রহমান, ইউপি সদস্য আরমান হোসেন, খাগড়াছড়ি জেলা ওলামা পরিষদের সভাপতি গুইমারা কেন্দ্রিয় জামে মসজিদের ইমাম ক্বারী ওসমান গনি, সাবেক ইউনিয়ন পরিষদের সদস্য ও বিশিষ্ট সমাজ সেবক আইয়ুব আলী মেম্বার প্রমূখ।
এসময় বক্তারা বলেন, রোয়াংছড়িতে পাহাড়ি সন্ত্রাসীরা নও মুসলিম ও মসজিদের ইমাম ওমর ফারুককে গুলি করে হত্যা করে। তবে প্রশাসন এখনও সন্ত্রাসীদের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নিতে পারেনি। এ ঘটনার সুষ্ঠু বিচার না হলে পাহাড়ে মুসলমানদের নিরাপত্তা থাকবেনা।ওমর ফারুকের অপরাধ তিনি ত্রিপুরা সম্প্রদায় থেকে মুসলমান হয়েছেন। এসময় তারা পাহাড়ি সন্ত্রাসীদের চিহ্নিত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। তা না হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন তারা। মানববন্ধনে গুইমারা উপজেলার বিভিন্ন মসজিদের ইমাম ও শত শত মুসল্লী অংশগ্রহন করেন। সবশেষে দেশ ও জাতীর কল্যান কামনা করে মোনাজাতের মাধ্যমে মানববন্ধন কর্মসূচীর সমাপ্তি ঘোষণা করা হয়।